পাকিস্তানের বিপক্ষে জিতে এশিয়া কাপে সুপার ফোরের (Asia Cup Super Four) টিকিট নিশ্চিত করে ফেলেছিল ভারতীয় দল (India)। ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচ, অর্থাৎ শুক্রবার ওমানের (Oman) বিরুদ্ধে ম্যাচটি কার্যত নিয়মরক্ষার পর্যায়ে পৌঁছে গিয়েছে। কিন্তু এই ম্যাচ ঘিরেই তৈরি হয়েছে নতুন উত্তেজনা। সূত্রের খবর, এই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে ভারতীয় দলের অন্যতম সেরা পেসার জশপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah)। আর তাঁর পরিবর্ত হিসেবে দলে জায়গা করে নিতে পারেন তরুণ বাঁহাতি পেসার অর্শদীপ সিং (Arshdeep Singh)।
চলতি এশিয়া কাপে ভারতের বোলিং আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন বুমরাহ। পাওয়ার প্লেতে টানা দুই থেকে তিন ওভার করে বল করছেন তিনি, যার ফলে প্রতিপক্ষের টপ অর্ডারে চিড় ধরাতে সমর্থ হয়েছে ভারতীয় বোলিং ইউনিট। তবে বিশ্বকাপের আগে তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট। তাই সুপার ফোরে পুরো শক্তির দল নামানোর আগে বুমরাহকে ওমানের বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হচ্ছে বলেই খবর।
এর ফলে বড় সুযোগ আসতে চলেছে অর্শদীপ সিংয়ের সামনে। এখনও পর্যন্ত চলতি এশিয়া কাপে একটি ম্যাচেও মাঠে নামার সুযোগ পাননি তিনি। যদিও সাম্প্রতিক সময়ে সীমিত ওভারের ক্রিকেটে ভারতের হয়ে নিয়মিত খেলেছেন এই তরুণ পেসার। বিশেষ করে ডেথ ওভারে তাঁর দক্ষতা প্রশংসিত হয়েছে বহুবার। টিম ম্যানেজমেন্টের একাংশ মনে করছে, সুপার ফোরের আগে দলের বেঞ্চ স্ট্রেংথ পরখ করে নেওয়ার এটাই আদর্শ সময়। সেই পরিকল্পনার অংশ হিসেবেই ওমান ম্যাচে অর্শদীপকে দেখা যেতে পারে।
বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র এটি নিয়মরক্ষার ম্যাচ নয়, বরং এটা হতে পারে অর্শদীপের জন্য বড় সুযোগ। যদি তিনি এই ম্যাচে নজরকাড়া পারফরম্যান্স করতে পারেন, তাহলে সুপার ফোরেও বুমরাহর সঙ্গে জুটি বাঁধার সম্ভাবনা তৈরি হতে পারে। ফলে, তরুণ বাঁহাতি এই পেসারের জন্য এটি হতে চলেছে “মেক অর ব্রেক” ম্যাচ।
প্রসঙ্গত, বছরের শুরুতে বর্ডার-গাভাসকর ট্রফির সময় ফের চোট পান বুমরাহ। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ইংল্যান্ড সফরেও তাঁকে বেছে বেছে খেলানো হয়। এই পরিস্থিতিতে তাঁর ফিটনেস এবং ফর্ম ধরে রাখার জন্যই নির্বাচকরা তাঁকে নিয়ে যথেষ্ট সচেতন। এই বিষয়ে প্রাক্তন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি এবি ডি’ভিলিয়ার্সও বলেছিলেন, “বুমরাহর মতো খেলোয়াড়দের সাবধানে ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ।”
সবমিলিয়ে ওমান ম্যাচ হতে চলেছে ভারতীয় দলের জন্য একরকম প্রস্তুতি পর্ব, আর অর্শদীপের জন্য স্বপ্নপূরণের সম্ভাবনার মঞ্চ। ক্রিকেটপ্রেমীরা তাই নজর রাখছেন শুক্রবারের ম্যাচের দিকেই। যদি বুমরাহ বিশ্রামের সুযোগ পান, আর তার পরিবর্তে অর্শদীপ সেই সুযোগ কতটা কাজে লাগাতে পারেন। এখন সেটাই দেখার বিষয়।
One out of Harshit Rana or Arshdeep Singh, or both, could get an opportunity in the inconsequential game. On the other hand, Jasprit Bumrah is set to rest.#AsiaCup2025 #indvsoman @Fancricket12 ✍️https://t.co/CO1nE4Il2G
— RevSportz Global (@RevSportzGlobal) September 19, 2025
Jasprit Bumrah like to take rest ahead of Asia Cup Super Four in India vs Oman match