সিডনি: সিডনি টেস্টের দ্বিতীয় দিনে ফের ধাক্কা ভারতের৷ চোট পেয়ে মাঠ ছাড়লেন ক্যাপ্টেন জশপ্রীত বুমরাহ৷ এতটাই যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন যে, খেলার মাঝেই মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হল ভারতের তারকা ডানহাতি পেসারকে। স্ক্যানের জন্য তড়িঘড়ি তাঁকে পাঠানো হয়েছে হাসপাতালে৷ বুমরাহর অনুপস্থিতিতে স্ট্যান্ড ইন ক্যাপ্টেন হিসাবে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন বিরাট কোহলি। (Jasprit Bumrah Injury)
সাজঘরে প্রাথমিক চিকিৎসা Jasprit Bumrah Injury
বর্ডার গাভাসকর ট্রফির পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ধাক্কা৷ মধ্যাহ্নভোজের পর এক ওভার বল করার পরই দলের ডাক্তারের সঙ্গে মাঠ ছাড়েন বুমরাহ৷ সাজঘরে প্রাথমিক চিকিৎসা করা হয় তাঁর৷ মনে করা হচ্ছিল, কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ফের মাঠে ফিরবেন তিনি। কিন্তু, এর পর যে ছবি সামনে এল, তা রীতিমতো উদ্বেগের৷ দেখা গেল প্লেয়িং জার্সি খুলে ড্রেসিংরুম থেকে বেরিয়ে এলেন বুমরাহ৷ এগিয়ে যান স্টেডিয়ামের লনের দিকে৷ এরপর তাঁকে গাড়িতে উঠে বেরিয়ে যেতে দেখা যায়।
অধিনায়ক বুমরাহ Jasprit Bumrah Injury
বর্ডার গাভাসকর ট্রফির প্রথম টেস্টে অধিনায়কত্ব করেছিলেন ভারতের এই পেস বোলার। সেই টেস্টে জিতেছিল বুমরাহর নেতৃত্বাধীন ভারত। পরের তিনটি টেস্টে নেতৃত্ব দেন রোহিত শর্মা৷ তিনটিতেই হারতে হয় ভারতকে৷ সিডনিতে রোহিত না খেলায় ফের দায়িত্ব সঁপা হয় বুমরাহর হাতে। চলতি সিরিজে ৩২টি উইকেট শিকার করেছেন তিনি। আজ সকালেও অজি তারকা মার্নাস ল্যাবুশানকে সাজঘরে ফেরান বুমরাহ। কার্যত ‘ওয়ান ম্যান আর্মি’ হয়ে উঠেছেন তিনি৷ কিন্তু, দ্বিতীয় দিনে নেমে এল ফের বিপর্যয়৷
কোথায় চোট Jasprit Bumrah Injury
তবে বুমরাহ কোথায় এবং কী ভাবে চোট লেগেছে, সে বিষয়ে কিছু জানা যায়নি৷ এ বিষয়ে ভারতীয় শিবিরের পক্ষ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি। হাসপাতালে যাওয়ার সময় স্বাভাবিক ভাবেই সিঁড়ি দিয়ে নামতে দেখা যায় তাঁকে৷ যদিও অনুমান, গুরুতর কোনও সমস্যা দেখা দিয়েছে তারকা বোলারের। সেই কারণেই খেলার মাঝখান থেকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে তাঁকে৷
Sports News: On the second day of the Sydney Test, India’s Captain Jasprit Bumrah left the field due to injury. The star right-arm pacer had to exit mid-game due to immense pain. Follow the match updates to see how this affects India‘s performance.