কোচ হয়েও পাকিস্তানে ‘সাফাইকর্মীর’ কাজ করছেন গিলেস্পি

চলতি ইংল্যান্ড-পাকিস্তান সিরিজের প্রথম ম্যাচে বিভীষিকাময় হারের পর, দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান ক্রিকেট দল। তবে দল ঘুরে দাঁড়ালেও একরাশ বিতর্কের মুখে পড়তে হয়েছে পাকিস্তান…

Jason Gillespie Spotted Collecting Water Bottles at Rawalpindi Stadium

চলতি ইংল্যান্ড-পাকিস্তান সিরিজের প্রথম ম্যাচে বিভীষিকাময় হারের পর, দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান ক্রিকেট দল। তবে দল ঘুরে দাঁড়ালেও একরাশ বিতর্কের মুখে পড়তে হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। প্রথম টেস্টে ব্যর্থতার পরই দল থেকে বাদ পড়েছেন বাবর আজম, শাহীন আফ্রিদির মত তারকারা। সেই নিয়ে বিভিন্ন সমালোচনার মধ্যে দিয়ে যেতে হয়েছে পিসিবিকে। এবার সেই বিতর্কের আগুনে ঘি ঢালার কাজ করলেন পাক কোচ জেসন গিলেস্পি। গতকাল কোচিং ছেড়ে তাঁকে মাঠ সাফাইকর্মীর কাজ করতে দেখা গেছে (Pakistan Coach Jason Gillespie Pick Water Bottles)।

বিষয়টি নজরে আসতেই তা খুব দ্রুত ভাইরাল হতে শুরু করে নেটদুনিযায়। বর্তমানে রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হতে চলেছে পাকিস্তান ও ইংল্যান্ডের তৃতীয় ও নির্ণায়ক টেস্ট ম্যাচ। দুই দলই একটি করে ম্যাচ জিতেছে এবং ২৪ অক্টোবর থেকে শুরু হওয়া এই শেষ ম্যাচের আগে দুই দলের খেলোয়াড়রা রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে কঠোর প্রস্তুতি নিচ্ছেন। এরই মধ্যে কয়েকটি ছবি সামনে এসেছে, যেখানে পাকিস্তান টেস্ট দলের হেড কোচ জেসন গিলেস্পিকে মাঠে আবর্জনা এবং প্লাস্টিক বোতল সংগ্রহ করতে দেখা গেছে।

   

এই ছবিগুলি আসলে একটি প্রশিক্ষণ সেশনের পরের, যেখানে মাঠে খেলোয়াড়রা ব্যবহৃত পানীয়ের বোতল ছুড়ে ফেলেছিলেন। জেসন গিলেস্পিকে সেই বোতলগুলো তুলতে দেখা যায়। তাঁর এই কাজের জন্য ক্রিকেটপ্রেমীরা প্রশংসা করছেন এবং তাঁর বিনয়ী স্বভাবের ভূয়সী প্রশংসা করেছেন। এদিকে অনেক পাকিস্তানি ভক্ত নিজেদের দলের খেলোয়াড়দের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন এবং বলেছেন যে, এই কাজের মাধ্যমে গিলেস্পি তাঁদের শেখাচ্ছেন কিভাবে মাঠকে পরিচ্ছন্ন রাখতে হয়।

প্রথম টেস্টে পাকিস্তান ইংল্যান্ডের বিরুদ্ধে ইনিংস এবং ৪৭ রানে পরাজিত হয়েছিল, যা টেস্টে তাদের টানা ষষ্ঠ হার ছিল। শান মাসুদের নেতৃত্বে এই হারটি পাকিস্তানের জন্য অত্যন্ত লজ্জাজনক ছিল। সিরিজের প্রথম ম্যাচের পর পাকিস্তান দল বাবর আজম, শাহীন আফ্রিদি এবং নাসিম শাহকে বাদ দিয়েছিল। তবে, দ্বিতীয় টেস্টে পাকিস্তান ১৫২ রানে জিতে পরাজয়ের ধারার অবসান ঘটিয়েছিল।

চোটের জন্য আইপিএলে অনিশ্চিত শামি? চাঞ্চল্যকর মন্তব্য বাংলার পেসারের

তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচটি হবে নির্ণায়ক, যেখানে উভয় দলই জয়ের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করবে। ইংল্যান্ড ইতিমধ্যে দুটি পরিবর্তন করেছে, যেখানে ব্রাইডেন কার্স এবং ম্যাথিউ পটসের জায়গায় গাস অ্যাটকিনসন এবং রেহান আহমেদ খেলবেন। পাকিস্তান দল তাদের একাদশে কোনো পরিবর্তন আনবে কি না, তা দেখার বিষয়।

East Bengal FC : আক্রমণের ঝাঁঝে মশালের তেজ বাড়লেও স্বপ্ন ভাঙল রক্ষণভাগ

প্রসঙ্গত উল্লেখ্য যে আগামী বছর চ্যাম্পিযন্স ট্রফির আসর বসতে চলেছে পাকিস্তানে। সে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিশেষ চিন্তিত রয়েছে পাকিস্তান। কারণ পাকিস্তানে এই ট্রফির আসর শুরু হইলে সেখানে ভারত খেলতে যাবে কিনা তা নিয়ে এখনও কোনো ইতিবাচক সম্মতি দেয়নি বিসিসিআই। এছাড়াও টেস্ট হেরে তিন তারকা ক্রিকেটারকে বাতিলের তালিকায় রাখায় সে বিষয়েও সমালোচনার মুখের পড়তে হয়েছে পাকিস্তানকে। এবার কোচের এই নয়া ভূমিকার (Pakistan Coach Jason Gillespie Pick Water Bottles) জেরে যে বিতর্কের রেশ আরও বাড়ল, সেটি একপ্রকার বলাই বাহুল্য।