বহুদিনের অপেক্ষার পর মোহনবাগান থেকে ঘোষণা করা হয়েছে জেসন কামিন্সের (Jason Cummings) যোগ দেওয়ার কথা। কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার অন্যতম শক্তিশালী দল সেন্ট্রালকোস্ট মেরিনার্সের হয়ে জিতে এসেছেন এ লিগের ট্রফি। এবার ডেস্টিনেশন মোহনবাগান। আগামী তিনটি মরশুমের জন্য এবার সবুজ-মেরুন জার্সি পড়েই খেলবেন কামিন্স।
যা দেখে খুশি আপামর মোহনবাগান সমর্থকরা। আসলে গত মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন হলেও একজন দক্ষ সেন্টার ফরোয়ার্ডের অভাবে ভুগতে হয়েছিল কলকাতার এই প্রধান কে। তবে এবার আর্মান্দো সাদিকু ও অজি তারকা জেসন কামিন্স দলে আসায় আক্রমণভাগ যেন আরো বেশি ধাঁরালো হয়ে উঠল সবুজ-মেরুন দলের।
দলে যোগ দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সমর্থকদের কথা তুলে ধরতে ভোলেননি ই অজি বিশ্বকাপার। অর্থাৎ দলের সমর্থকদের তরফ থেকে শুভেচ্ছা বার্তা পেয়ে তিনি যে কতটা খুশি তা জানিয়ে দিলেন সহজেই। পাশাপাশি মোহনবাগানে যোগ দিয়ে তিনি বলেন, বিগত কয়েকবছর ধরেই হিরো আইএসএল বিদেশে ব্যাপক গুরুত্ব পাচ্ছে। সেজন্য বেশকিছু বছর ধরে আমি নিজেও ভারতীয় ফুটবলের উপর নজর রাখছিলাম। তাই মোহনবাগান দলের তরফ থেকে যখন আমার কাছে প্রস্তাব আসে তখন থেকেই আমি এই ক্লাবের বিষয়ে খোঁজ খবর নিতে শুরু করি। তারপরেই আমি জানতে পারি যে ভারতীয় ফুটবলের ইতিহাসে কতটা ঐতিহ্যবাহী ক্লাব এই মোহনবাগান। সেইসাথে গতবছর হিরো আইএসএল জেতার মধ্য দিয়ে ও তারা নিজেদের কে ভারত সেরা করেছে। তাই আমি আশা করি আসন্ন সিজন গুলিতে আমি এই দলের হয়ে ট্রফি রুমে বেশকিছু ট্রফি এনে দিতে পারব।
Jason Cummings is here. 💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/azBPIPq2W2
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) June 28, 2023
সেইসঙ্গে দলের সমর্থকদের উদ্দেশ্যে কামিন্স বলেন, আমাকে নিয়ে দলের সকল সমর্থকদের আবেগ বা উচ্ছাস ভালো মতোই টের পাচ্ছি। আমার মোবাইল ইনবক্সে শুভেচ্ছাবার্তা ভরে গিয়েছে। তাদের সকল কে আমি ধন্যবাদ জানাতে চাই। আশা করি আগত এই মরশুমে নিজের সেরাটা তুলে ধরতে পারব।