আপামর সবুজ-মেরুন জনতার হৃদয়ে বিরাট অংশ জুড়ে রয়েছেন কাৎসুমি ইউসাউ (Katsumi Yusa)। ডার্বি জেতানোর পাশাপাশি মোহনবাগান জার্সিতে একাধিক সাফল্য পেয়েছেন এই জাপানি বোমা। একটা সময় প্রতিপক্ষ দলের ফুটবলারদের রাতের ঘুম কেড়ে নেওয়ার পাশাপাশি বিপক্ষ দলের ত্রাস হয়ে উঠেছিলেন তিনি। যাকে আটকাতে গিয়ে একটা সময় রীতিমতো হিমশিম খেতে হয়েছে ময়দানের বাকি দুই প্রধান দলকেও। তবে পরবর্তী সময়ে প্রতিপক্ষ দল ইস্টবেঙ্গলে খেললেও নিজের সেরা সময়টা দিয়ে গিয়েছেন মোহনবাগানেই।
পরে জাপানে ফিরে গেলেও বর্তমানে আবারও ফিরে এসেছেন শহর কলকাতায়। যতদূর খবর, আবারও নাকি তার পা পড়তে চলেছে ময়দানের সবুজ-মেরুন তাঁবুতে। যা নিয়ে একটা সময় ব্যাপক জল্পনা দেখা দেয় ময়দানে। তাহলে কি নতুন মরশুমে হুয়ান ফেরেন্দোর কোচিং স্টাফ হিসেবে যোগ দেবেন এই তারকা? যদিও এখনো সেই নিয়ে কোনো কিছুই জানানো হয়নি।
উল্লেখ্য, একটা সময় দাপুটে ফুটবলার হিসেবে সকলের কাছে জনপ্রিয়তা পেলেও পরবর্তীকালে ফুটবল ক্যারিয়ার শেষ করে কোচিংয়ের দিকে মনোনিবেশ করেন কাটসুমি। গত কয়েকদিন আগেই “বি” লাইসেন্স পেয়েছেন তিনি। যারফলে, বাগানের সঙ্গে যুক্ত হওয়ার জল্পনা উড়িয়ে দেওয়া যায়না কোনো মতেই।
তবে এসবের মাঝেই এবার উঠে আসল নয়া তথ্য। আজ নাকি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মোহনবাগান ফ্যানস ক্লাবের উদ্যোগে একটি প্রদশর্নী ম্যাচে অংশগ্রহণ করবেন জাপানের এই দাপুটে ফুটবলার। তবে তিনি এখানে। উক্ত এই ম্যাচে খেলতে দেখা যাবে ময়দানের আরও বেশকিছু দাপুটে ফুটবলারদের।
যাদের মধ্যে রয়েছেন অবিনাশ রুইদাস, পঙ্কজ মৌলা, সৌভিক দাস, তীর্থঙ্কর সরকার ও রাম মালিকের মত ফুটবলারদের। এক কথায় বলতে গেলে, মোহনবাগানের সেই সোনালি একাদশকে যেন ফিরিয়ে আনতে চলেছে এই ফ্যানস ক্লাব। তাই ম্যাচ যে জমজমাট হবে তা কিন্তু বলাই চলে।