একটা সময় কলকাতা ময়দানের অন্যতম দাপুটে তারকা হয়ে উঠেছিলেন জাপানি তারকা কাটসুমি ইউসাউ (Katsumi Yusa)। কলকাতা ডার্বি জয় করার পাশাপাশি মোহনবাগান জার্সিতে একাধিক সাফল্য পেয়েছেন তিনি। যারফলে, খুব অল্প সময়ের মধ্যেই সবুজ-মেরুন জনতার মনের মনিকোঠায় স্থান করতে সক্ষম হয়েছিলেন এই জাপানি বোমা। প্রতিপক্ষের ফুটবলারদের রাতের ঘুম কেড়ে নেওয়ার পাশাপাশি বিপক্ষ দলের ত্রাস হয়ে উঠতে পারতেন তিনি। মাঠে থাকলে ম্যাচের রঙ বদলে দিতে পারতেন যেকোনো সময়ে।
যারফলে, তাকে রুখতে গিয়ে একটা সময় কার্যত হিমশিম খেতে হত ময়দানের বাকি দুই প্রধানের তাবড় তাবড় ফুটবলারদের। পরবর্তীতে লাল-হলুদ শিবিরে যোগদান করে ম্যাচ জিতলেও ওয়েনজেসির পর ভারতীয় ফুটবলের অধিকাংশ সময় তার কেটেছে মোহনবাগান জার্সিতে। কত যে ম্যাচ জিতিয়েছেন মেরিনার্সদের তার হিসেবে নেই। তবে গত কয়েকবছর হল ভারতীয় ফুটবলকে বিদায় জানিয়ে ফিরে গিয়েছিলেন নিজের দেশে।
তবে গত পড়শু ফের ভারতে এসেছেন তিনি। তারপর প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মেরিনার্সদের উদ্যোগে একটি প্রদর্শনী ম্যাচে ও অংশ নেন এই তারকা। তবে তিনি একানন তার সাথেই মাঠে খেলেন রাম মালি থেকে শুরু করে পঙ্কজ মৌলা ও সৌভিক দাস ও অবিনাশ রুইদাসের মতো ফুটবলাররা। নির্ধারিত সময়ের শেষে ৪-৩ গোলে প্রেসিডেন্সি দলের বিপক্ষে সেই ম্যাচে ও জেতেন কাটসুমিরা। বিশেষ করে গোলের ক্ষেত্রে তার একটি অ্যাসিস্ট যথেষ্ট নজর কাড়ে সকলের। তবে ম্যাচের ফলাফল যাই হোক না কেন।
গতকাল সকলের নজরেই ছিলেন এই জাপানি ফুটবলার। ম্যাচ শেষে সমর্থকদের স্লোগান ও সম্বর্ধনা পেয়ে যথেষ্ট খুশি বাগানের এই প্রাক্তন তারকা। তারপর সন্ধ্যার দিকেই চলে আসেন কলকাতা ময়দানে। বহুদিনের পুরোনো ক্লাব মোহনবাগানে। যেখানে কাটিয়েছেন অনেক গুলো বছর। দলের অন্যতম ভরসাযোগ্য ফুটবলার হওয়ার পাশাপাশি অধিনায়ক হিসেবে ও দলের বহু বহু উত্থান ও পতনের সাক্ষী থেকেছেন কাটসুমি। তাই শহরে এসে মোহনবাগান ক্লাবে তিনি আসবেন না তা হতেই পারেনা। তাই প্রেসিডেন্সির অনুষ্ঠান মিটিয়ে সোজা চলে আসেন মোহনবাগান তাঁবুতে।
🇮🇳クラブ訪問 in インド🇮🇳
1日目スタート^_^"Smile for Everyone with Soccer" in India start.
I will be giving soccer classes and coaching soccer in Bihar, Kolkata and Delhi ^_^#インド#india pic.twitter.com/Dq6Z740W4w
— 遊佐克美 (@katsumi_yusa) August 15, 2023
যেখানে এই তারকা ফুটবলারকে সম্মান জানান মোহনবাগান সচিব দেবাশীষ দত্ত। উত্তরীয়র পাশাপাশি ফুলের তোড়ার মাধ্যমে সম্মানিত করা হয় এই জাপানি তারকাকে। তাছাড়া গোটা ক্লাব ঘুরে দেখেন তিনি। মোহনবাগানের মাঠের পাশাপাশি ট্রফি রুম, ড্রেসিং রুম, লাইব্রেরি, ক্যান্টিন সহ অঞ্জন দত্তের নামাঙ্কিত নয়া মিডিয়া সেন্টার ও ঘুরে দেখেন তিনি। এরপর অঞ্জন দত্তের ছবির সামনে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন কাটসুমি। এক কথায় বলতে গেলে টাইম মেশিনে চেপে যেন পুরোনো সময়ে ফিরে যাওয়ার স্বাদ খুঁজে পাচ্ছিলেন এই জাপানি ফুটবলার। যা সহজেই মন কেড়েছে সকলের।