Transfer Window: কবে খুলছে জানুয়ারির ট্রান্সফার উইন্ডো, বন্ধই-বা হচ্ছে কবে জেনে নিন

January Transfer Window

Advertisements

খুলতে চলেছে আরও একটা ট্রান্সফার উইন্ডো (Transfer Window)। গ্রীষ্মের ট্রান্সফার উইন্ডোতে দল গোছানোর পালার পর আরও একবার বদলাতে পারে হওয়ার গতিপথ। এবারে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে বেশ কিছু দল বদলের সাক্ষী থাকতে পারে ফুটবল মহল।

   

চলতি মরসুমে ঘটেছে বেশ কিছু অপ্রত্যাশিত ঘটনা। অনেক বড় দল পিছিয়ে পড়েছে, খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গিয়েছে তথাকথিত ছোটো দল। পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান মজবুত করতে মরীয়া সব ক্লাব। রেলিগেশন ব্যাটেলের কথা ভুললে চলবে না। পয়েন্ট তালিকার শেষ ৩-৫ অবস্থানে থাকা ক্লাবগুলোর মধ্যেও যথেষ্ট উত্তেজনা বিরাজ করে। তারাও চাইবে দলে সামান্য কিছু বদল করে লীগের লড়াইয়ে টিকে থাকতে।

Advertisements

কখন খুলছে ট্রান্সফার উইন্ডো?
২০২৪ জানুয়ারির ট্রান্সফার উইন্ডোটি প্রিমিয়ার লিগ এবং ইউরোপকে ঘিরে একটি ব্যস্ত সময় হতে চলেছে। আগামী ১ জানুয়ারি সোমবার থেকে খুলছে প্রিমিয়ার লিগের ট্রান্সফার মার্কেট। ইউরোপ জুড়ে লিগ ওয়ান ও বুন্দেসলিগা বছরের শুরুতে এবং ইতালির সিরি আ ও লা লিগার জন্য উইন্ডো খুলবে নতুন বছরের ২ জানুয়ারি থেকে।

ট্রান্সফার উইন্ডো বন্ধ হচ্ছে কবে?
ট্রান্সফার উইন্ডো বন্ধ হবে আগামী ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ১১টায়। লিভারপুল ৩১ জানুয়ারি চেলসির বিপক্ষে মাঠে নামবে, যা সাধারণত সময়সীমার দিন। তবে তার আগে কোনও চুক্তি সম্পন্ন করার জন্য ২৪ ঘন্টা সময় থাকবে প্রত্যেক দলের হাতে।