কয়েকদিন আগেই দলের হেড কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন কার্লেস কুয়াদ্রাত। আবার তিন ম্যাচ খেলে আইএসএলের লিগ টেবিলের লাস্ট বয় ইস্টবেঙ্গল (East Bengal)। বেঙ্গালুরু এফসি থেকে শুরু করে কেরালা ব্লাস্টার্স হোক কিংবা এফসি গোয়া প্রত্যেক ম্যাচেই কার্যত পয়েন্ট খোয়াতে হয়েছে লাল-হলুদ শিবিরকে। সব মিলিয়ে যেন শনির দৃষ্টি পড়েছে ইস্টবেঙ্গলের (East Bengal) ওপর।
Read More নাম বিভ্রাটে বয়কটের ডাক বাগান সমর্থকদের
তবে কথায় আছে শেষ থেকেই শুরু। তাই এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে দরকার একটা সুযোগের। শনিবার জামশেদপুরের জেআরডি টাটা কমপ্লেক্স স্টেডিয়ামে শক্তিশালী জামশেদপুর এফসির (Jamshedpur FC) বিপক্ষে লিগের চতুর্থ ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল (East Bengal)। শেষ কয়েক ম্যাচে দলে বেশ কিছু খেলোয়াড়রের পারফরম্যান্স ভালো না থাকায় প্রশ্ন তুলছিলেন সমর্থকরা।
Read More শুক্রবার সকালে কলকাতায় পা রাখলেন মহামেডানের এই তারকা ফুটবলার
পাশাপাশি চোটের জন্য তিন জন ফুটবলার দলে অনুপস্থিত। তাই জামশেদপুরের বিরুদ্ধে লড়াই খুব একটা সহজ নয় বলেই মনে করেছেন তাঁরা। তবে আশা ছাড়তে নারাজ লাল-হলুদ ব্রিগেড। এখন ইস্টবেঙ্গলের (East Bengal) অন্তর্বর্তী কোচের দায়িত্ব পালন করছেন বিনো জর্জ।
নড়বড়ে ইস্টবেঙ্গলকে (East Bengal) জয়ের সারণিতে ফিরিয়ে আনাই এখন একমাত্র লক্ষ্য কোচের দায়িত্ব থাকা বিনো জর্জের। যদিও দিমিত্রিয়স দিয়ামন্ত্রাকস,মহম্মদ রাকিপ এবং হীরা মন্ডল না থাকায় বেশ চিন্তিত তিনি। তাই জামশেদপুরের বিপক্ষে কাদের নিয়ে দল সাজাবেন সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে চাননি বিনো জর্জ। তবে ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে তিনি জানান, দলকে নিয়ে আশাবাদী আগমীকালের ম্যাচের জন্য।
Magician @talal_madih is all set to cast his spell! 🪄#JFCEBFC is 🆙 next! #JoyEastBengal #ISL pic.twitter.com/quxEZfxhdR
— East Bengal FC (@eastbengal_fc) October 4, 2024
Read More মোহনবাগানের বিপক্ষে মাঠে নামার আগে কী বললেন জারাগোজা?
অন্যদিকে মরশুমের শুরু থেকেই ভাল পারফরম্যান্স করছিল খালিদ জামিলের দল। কিন্তু ওডিশা এফসির বিরুদ্ধে হতাশাজনক ফলাফল পয়েন্ট টেবিলে তেমন কোন ছাপ না ফেললেও, ফের জয়ের ধারায় ফিরতে মরিয়া খালিদ জামিল। ইস্টবেঙ্গলের খেলোয়াড়দের চোট থাকলেও, তাঁদের বিরুদ্ধে নামার আগে সুম্পূর্ন ফিট জামশেদপুর এফসির (Jamshedpur FC) খেলোয়াড়রা। বর্তমানে তিন ম্যাচ খেলে দুই ম্যাচে জিতে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিন নম্বরে রয়েছে সেভেরিওয়রা।
Read More ঘরের মাঠে প্রথম জয়ের লক্ষ্য মানোলো মার্কেজদের
তবে অন্তর্বর্তী কোচের দেখানো পথেই জয় ফিরে পিতে জামশেদপুর এফসির বিরুদ্ধে মাঠে নামবেন মাদি তালাল থেকে ক্লেন্টন সিলভারা। এদিন ম্যাচ জিততে পারলেই লিগ টেবিলের দুই থেকে তিন ধাপ এগিয়ে আসার সুযোগ রয়েছে তাঁদের কাছে