সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত সিজনে অনবদ্য ফুটবল খেললে ও চূড়ান্ত সাফল্য আসেনি জামশেদপুর এফসির ঘরে। তবে গতবারের কলিঙ্গ সুপার কাপে শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডকে পরাজিত করার পর ট্রফি নির্ণায়ক ম্যাচে জয় পাওয়ার লক্ষ্য থাকলেও খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি। বড় ব্যবধানে পরাজিত হতে হয়েছিল মানোলো মার্কুয়েজের এফসি গোয়ার কাছে। সেই হতাশা কাটিয়ে নতুন সিজনে ঘুরে দাঁড়াতে মরিয়া ইস্পাত নগরীর এই ফুটবল ক্লাব। সেজন্য অনেক আগে থেকেই ঘর গোছাতে শুরু করে দিয়েছিল ম্যানেজমেন্ট। বিদেশিদের পাশাপাশি সমান নজর দেওয়া হয়েছিল ভারতীয় ফুটবলারদের ক্ষেত্রে।
বিগত কয়েক মাসে সেইমতো বহু ফুটবলারদের যুক্ত করতে শুরু করেছিল ম্যানেজমেন্ট। পাশাপাশি এই সিজনে হেড কোচের দায়িত্ব কার হাতে উঠবে সেই নিয়ে ও দেখা দিয়েছিল একাধিক প্রশ্ন। শেষ পর্যন্ত সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত কয়েক মাস আগেই জাতীয় দলের দায়িত্ব তুলে দেওয়া হয় খালিদ জামিলের হাতে। কিন্তু তাঁর অনুপস্থিতিতে কার হাতে আসবে জামশেদপুর এফসির দায়িত্ব, সেই নিয়ে দেখা দিয়েছিল ধোঁয়াশা। সেই সময় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দলের দায়িত্বে আসেন স্টিভেন ডায়াস। উল্লেখ্য, গত মরসুমে খালিদের সহকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।
যারফলে এবারের ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে তাঁর উপরেই ভরসা রেখেছিল একবারের শিল্ড জয়ীরা। কিন্তু শেষ পর্যন্ত আসেনি সাফল্য। তবে সেই হতাশা কাটিয়ে এবার আসন্ন সুপার কাপে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য রয়েছে ইস্পাত নগরীর এই ফুটবল ক্লাবের। তবে লড়াইটা যে সহজ হবে না সেটা বলাই চলে। এবারের সুপার কাপের গ্ৰুপ পর্ব অনুযায়ী গতবারের চ্যাম্পিয়ন দল তথা এফসি গোয়ার সঙ্গে লড়াই করতে হবে জামশেদপুর দলকে। এছাড়াও ডুরান্ড কাপ জয়ী নর্থইস্ট ইউনাইটেডের পাশাপাশি বারাণসীর শক্তিশালী ফুটবল ক্লাব ইন্টার কাশীর সঙ্গে ও লড়াই করতে হবে তাঁদের।
আগামী ২৬শে অক্টোবর এফসি গোয়ার সঙ্গে তাঁদের প্রথম ম্যাচ। এই ম্যাচ থেকেই নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্যে স্টিভেন ডায়াসের ছেলেরা। তবে লড়াইটা যে যথেষ্ট চ্যালেঞ্জিং হতে চলেছে সেটা বলাই চলে।
❓ FAQs
Q1. সুপার কাপে জামশেদপুর এফসির প্রথম ম্যাচ কবে?
👉 আগামী ২৬শে অক্টোবর, প্রতিপক্ষ এফসি গোয়া।
Q2. জামশেদপুর এফসির কোচিং দায়িত্ব কার হাতে?
👉 খালিদ জামিল জাতীয় দলের সঙ্গে থাকায় অন্তর্বর্তীকালীন দায়িত্বে রয়েছেন স্টিভেন ডায়াস।
Q3. কোন কোন দলের বিরুদ্ধে খেলবে জামশেদপুর এফসি?
👉 এফসি গোয়া, নর্থইস্ট ইউনাইটেড এবং ইন্টার কাশী।
Q4. গত মরশুমে জামশেদপুর এফসির পারফরম্যান্স কেমন ছিল?
👉 কলিঙ্গ সুপার কাপে সেমিফাইনালে পৌঁছলেও ফাইনালে উঠতে পারেনি, এফসি গোয়ার কাছে বড় ব্যবধানে হেরে যায়।
Q5. এবারের সুপার কাপে জামশেদপুর এফসির লক্ষ্য কী?
👉 প্রথম থেকেই সর্বোচ্চ পারফরম্যান্স দিয়ে গ্রুপ স্টেজ পার হওয়া এবং শিরোপার লড়াইয়ে ফেরা।
🔑 Jamshedpur FC news, Steven Dias coach, Super Cup 2025 fixtures, JFC vs FC Goa, Northeast United, Inter Kashi