কাজে এল না কামিন্সের গোল, শেষ মুহূর্তে জয় ছিনিয়ে নিল জামশেদপুর

আইএসএলের প্রথম সেমিফাইনালে (ISL Semifinal) মোহনবাগান সুপার জায়ান্টকে (Mohun Bagan) টেক্কা দিল জামশেদপুর এফসি (Jamshedpur FC)। সূচি অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম লেগের এই হাইভোল্টেজ ম্যাচ…

Jamshedpur FC Stuns Mohun Bagan with Last-Minute Winner in ISL Semi

আইএসএলের প্রথম সেমিফাইনালে (ISL Semifinal) মোহনবাগান সুপার জায়ান্টকে (Mohun Bagan) টেক্কা দিল জামশেদপুর এফসি (Jamshedpur FC)। সূচি অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম লেগের এই হাইভোল্টেজ ম্যাচ খেলতে নেমেছিল খালিদ জামিলের ছেলেরা। টাটা স্পোর্টস কমপ্লেক্সে ম্যাচ থাকলেও মোহনবাগানের বিপক্ষে সহজে যে জয় পাওয়া যাবে না সেটা ভালো মতোই জানতেন দলের ফুটবলাররা। সেইমতো নিজেদের প্রস্তুত করেছিলেন সকলে। সম্পূর্ণ সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে জামশেদপুর এফসি। এদিন দলের হয়ে গোল করেন যথাক্রমে জাভিয়ের সিভেরিও টোরো এবং জাভি হার্নান্দেজ।

অন্যদিকে মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে একটিমাত্র গোল করেন জেসন কামিন্স। এই জয়ের সুবাদে ফাইনাল ওঠার ক্ষেত্রে কিছুটা হলেও এগিয়ে থাকল দেশের শিল্প নগরীর এই ফুটবল ক্লাব। ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারেই হেড থেকে গোল করে জামশেদপুরকে এগিয়ে দিয়েছিলেন স্প্যানিশ তারকা জাভিয়ের সিভেরিও টোরো। তাঁর গোল নিঃসন্দেহে চাপে ফেলে দিয়েছিল মেরিনার্সদের। তবে সুযোগ বুঝেই পাল্টা আক্রমণে উঠতে ছাড়েনি মোহনবাগান। প্রথমার্ধের মাঝামাঝি সময় গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিলেন স্কটিশ ফরোয়ার্ড গ্ৰেগ স্টুয়ার্ট। তবে অনায়াসেই পরিস্থিতির সামাল দিয়েছিলেন আশুতোষ মেহতা।

   
Mohun Bagan Levels Score Against Jamshedpur FC with Cummins’ Goal
Mohun Bagan Levels Score Against Jamshedpur FC with Cummins’ Goal

তবে প্রথমার্ধের শেষ লগ্নে গোল তুলে নিয়ে যান জেসন কামিন্স। যারফলে অমীমাংসিত ফলাফলে শেষ হয়েছিল ম্যাচের প্রথমার্ধ। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চাপ বাড়িয়ে গোল তুলে নেওয়ার পরিকল্পনা ছিল উভয় দলের। সেইমতো বেশকিছু খেলোয়াড়দের বদল করা হয়েছিল দুই দলের তরফে। কিন্তু পুনরায় গোলের মুখ খোলা সহজ ছিল না কারোর পক্ষেই। নির্ধারিত নব্বই মিনিটের শেষে ও অপরিবর্তিত থেকেছে ম্যাচের ফলাফল। তারপর অতিরিক্ত চার মিনিট যুক্ত করেন ম্যাচ রেফারি।

Advertisements

তারপর ৯১ মিনিটের মাথায় ঋত্বিক দাসের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন জাভি হার্নান্দেজ। শেষ পর্যন্ত আসে জয়। দ্বিতীয় লেগে যা বাড়তি অ্যাডভান্টেজ দেবে জামশেদপুর এফসিকে।