বেঙ্গালুরুর বিপক্ষে পিছিয়ে থেকে জয় ছিনিয়ে নিল জামশেদপুর

জয়ের ধারা অব্যাহত রাখল জামশেদপুর এফসি (Jamshedpur FC)। নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার সন্ধ্যায় নিজেদের ঘরের মাঠে অর্থাৎ জেআরডি স্পোর্টস কমপ্লেক্সে তেরো তম ম্যাচ খেলতে নেমেছিল…

Jamshedpur FC Stages Comeback to Beat Bengaluru FC

জয়ের ধারা অব্যাহত রাখল জামশেদপুর এফসি (Jamshedpur FC)। নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার সন্ধ্যায় নিজেদের ঘরের মাঠে অর্থাৎ জেআরডি স্পোর্টস কমপ্লেক্সে তেরো তম ম্যাচ খেলতে নেমেছিল জামশেদপুর। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল শক্তিশালী বেঙ্গালুরু এফসির বিপক্ষে। সম্পূর্ণ সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় ছিনিয়ে নিল খালিদ জামিলের ছেলেরা। এদিন জামশেদপুর এফসির জার্সিতে গোল পান যথাক্রমে জর্ডান মারি এবং মুহম্মদ উভাইস। অন্যদিকে, বেঙ্গালুরু দলের হয়ে গোল করেন আলবার্তো নগুয়েরা। এই জয়ের সুবাদে ১৩ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে আসলো শিল্প নগরীর এই ফুটবল দল।

বলাবাহুল্য, এদিন জামশেদপুরের হোম ম্যাচ থাকলেও প্রথম থেকেই যথেষ্ট দাপট দেখিয়েছে জেরার্ড জারাগোজার ছেলেরা। ম্যাচের প্রথম কোয়ার্টার থেকেই পাসিং ফুটবল খেলতে খেলতে কর্তৃপক্ষের রক্ষণভাগে হানা দিচ্ছিল এডগার মেন্ডেজ থেকে শুরু করে রায়ান উইলিয়ামসরা। তা সামাল দিতে যথেষ্ট বেগ পেতে হচ্ছিল জামশেদপুর ডিফেন্ডারদের। কিন্তু সেটা বেশিক্ষণ সম্ভব হয়নি। ম্যাচের ১৯ মিনিটের মাথায় গোল করে বেঙ্গালুরু এফসিকে এগিয়ে দেন আলবার্তো নগুয়েরা। তারপর থেকেই আরও আক্রমণাত্মক হয়ে ওঠে জারাগোজার ছেলেরা। তবে ব্যবধান আর বাড়ানো সম্ভব হয়নি।

   

যারফলে প্রথমার্ধের শেষে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে থাকে আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। তবে দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময় থেকেই আক্রমণের তেজ বাড়াতে থাকে জামশেদপুর ফুটবল দল। তারপর ম্যাচের একেবারে ষষ্ঠ কোয়ার্টারের মাঝামাঝি সময় গোল করে দলকে সমতায় ফেরান জর্ডান মারি। তাঁর গোলেই ম্যাচে ফিরে আসে খালিদ জামিলের ছেলেরা। শেষ পর্যন্ত উইভাইসের গোলে জয় সুনিশ্চিত হয়ে যায় জামশেদপুরের। যারফলে গত ম্যাচের মতো এবারও বজায় থাকল জয়ের ধারা।

আগামী ১২ই জানুয়ারি অ্যাওয়ে ম্যাচে শক্তিশালী মুম্বাই সিটি এফসির মুখোমুখি হবে জামশেদপুর এফসি। এই ম্যাচে জয় আসলে পয়েন্ট টেবিলের আরও খানিকটা উপরে চলে আসবে খালিদ জামিলের ছেলেরা। এখন সেদিকেই নজর থাকবে সকলের।