হায়দরাবাদ ম্যাচের পূর্বে দলের মনোবল বাড়াতে বার্তা সেমিনলেন ডুঞ্জেলের

Jamshedpur FC footballer Seminlen Doungel

ভারতীয় ফুটবলে (Indian Football) ক্রমাগত উন্নতির পথ ধরে জামশেদপুর এফসি (Jamshedpur FC) এবার অংশ নিচ্ছে ২০২৫ কলিঙ্গ সুপার কাপে (Kalinga Super Cup 2025)। এই বছর অনুষ্ঠিত হচ্ছে ওডিশার রাজধানী ভুবনেশ্বরে। সাম্প্রতিক ঘরোয়া প্রতিযোগিতাগুলিতে ভালো পারফরম্যান্সের পর দলটি আত্মবিশ্বাসে ভরপুর এবং নতুন উদ্যমে শিরোপার জন্য লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছে।

আগে দু’বার এই প্রতিযোগিতার সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছে জামশেদপুর এফসি। সেই অভিজ্ঞতা ও ধারাবাহিক উন্নতির জোরে এবার শিরোপা জয়ের আশায় বুক বেঁধেছে “মেন অফ স্টিল” নামেও পরিচিত দলটি। দলটির সিনিয়র ফরোয়ার্ড সেমিনলেন ডুঞ্জেলের (Seminlen Doungel) দলের অগ্রগতি নিয়ে এক আবেগঘন বার্তা দিয়েছেন।

   

ডুঞ্জেল বলেন, “এটা একটা অসাধারণ যাত্রা ছিল। যদিও সেমিফাইনালে হারতে হয়েছে, কিন্তু আমরা দল হিসেবে অনেকটাই বেড়ে উঠেছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই পুরো যাত্রার মধ্যে দিয়ে আজীবনের সম্পর্ক তৈরি হয়েছে। ভালো-মন্দ সময়গুলো আমাদের একত্রে বেঁধে দিয়েছে।”

তিনি আরও বলেন, “ম্যাচের আগে ও পরে দলের মধ্যে ছিল ইতিবাচক মানসিকতা। সবাই জানত আমরা আমাদের একশো শতাংশ দিয়েছি। হার আমাদের ব্যথা দেয় ঠিকই, কিন্তু এখন মনে হচ্ছে শিরোপা জেতা আর বেশি দূরে নয়।”

এই প্রতিযোগিতাকে সামনে রেখে ডুঙেল ডুঞ্জেল প্রস্তুতি নিয়েও কথা বলেন, “আমি আমার ফিটনেসের উপরে মনোযোগ দিচ্ছি। আর আমাদের পুরো দল একসঙ্গে কঠোর পরিশ্রম করছে যাতে আমরা সেরাটা দিতে পারি।”

ডুঞ্জেলের এই আত্মবিশ্বাসী বার্তা দল এবং সমর্থকদের মধ্যে আশার সঞ্চার করেছে। তিনি শুধু একজন অভিজ্ঞ খেলোয়াড়ই নন, দলের মনোবলের অন্যতম চালিকাশক্তিও বটে। এই ধরনের নেতৃত্বই দলের ভিত মজবুত করে এবং তরুণ খেলোয়াড়দের অনুপ্রাণিত করে।

জামশেদপুর এফসি বর্তমানে এমন একটি দলে পরিণত হয়েছে যারা চ্যালেঞ্জকে স্বাগত জানায় এবং হারকে শিক্ষা হিসেবে গ্রহণ করে। কলিঙ্গ সুপার কাপে এবার তারা কেবল অংশ নিতে নয়, বরং ইতিহাস গড়তে চায়। প্রতিটি খেলোয়াড়ের চোখে এখন শুধুই লক্ষ্য — প্রথমবারের মতো এই ট্রফি ঘরে তোলা।

ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কবে মাঠে নামবে জামশেদপুর এফসি। তারা চায় একটি লড়াকু, ঐক্যবদ্ধ এবং বিজয়পিপাসু দলকে দেখতে — যারা মাঠে হৃদয় দিয়ে খেলে। আর ডুঙেলের মতো খেলোয়াড়রা সেই স্বপ্ন বাস্তবায়নের অগ্রদূত হতে চলেছেন।

এখন শুধু সময়ের অপেক্ষা, কলিঙ্গ সুপার কাপের মঞ্চে জামশেদপুর এফসি কি পারবে তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে? উত্তর দেবে আসন্ন ম্যাচগুলো। তবে প্রস্তুতি ও মনোভাব দেখে বলা যায়, এদের থামানো খুব একটা সহজ হবে না।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleক্রিকেটের মাঠেও ফিরে ফিরে আসে সন্ত্রাসের স্মৃতি
Next articleসুপার কাপে শীর্ষ পাঁচ ফরোয়ার্ড যারা মাঠে গোলের ঝড় তুলবে
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।