Jamshedpur FC: সবুজ-মেরুন তারকা ফুটবলারকে দলে টানল জামশেদপুর

কিছু ঘন্টা আগেই লাল-হলুদ ব্রিগেডের প্রাক্তন তারকা থংখোসিয়েম হাওকিপকে দলে টেনেছে জামশেদপুর এফসি (Jamshedpur FC)। একটা সময় এসসি ইস্টবেঙ্গল দলের হয়ে ঝড় তুলতে দেখা গিয়েছিল তাকে। 

Nongdamba Naorem

কিছু ঘন্টা আগেই লাল-হলুদ ব্রিগেডের প্রাক্তন তারকা থংখোসিয়েম হাওকিপকে দলে টেনেছে জামশেদপুর এফসি (Jamshedpur FC)। একটা সময় এসসি ইস্টবেঙ্গল দলের হয়ে ঝড় তুলতে দেখা গিয়েছিল তাকে।  তবে পরবর্তীতে এই তারকা ফুটবলারকে রিলিজ করে দেয় দল। তবে শুধু লাল-হলুদ নয় একটা সময় বেঙ্গালুরু এফসির হয়েও খেলার অভিজ্ঞতা রয়েছে এই তারকার। এবারের এই নয়া মরশুমে হাওকিপকের উপরেই ভরসা রেখেছে জামশেদপুর।

Advertisements

যতদূর জানা গিয়েছে, আসন্ন দুইটি মরশুমের জন্য দলের সাথে চুক্তিবদ্ধ রয়েছেন এই ফুটবলার। তবে শুধু হাওকিপ নয়। কয়েক ঘন্টার তফাতে এবার সবুজ-মেরুনের এক তরুণ ফুটবলারকে দলে টেনে নিল আইএসএলের এই দল।

   

তিনি নোংদাম্বা নওরেম। বিগত কয়েক মরশুম ধরে সবুজ-মেরুন জার্সিতে মাঠ কাপিয়ে এসেছেন এই তরুণ লেফট উইংঙ্গার। এছাড়াও আইএসএলের অন্যতম দুই শক্তিশালী দল তথা কেরালা ব্লাস্টার্স ও এফসি গোয়ার মতো দলের ও খেলার অভিজ্ঞতা রয়েছে এই আক্রমণভাগের এই ফুটবলারের। এবার নয়া আইএসএল মরশুমের কথা মাথায় রেখে নওরেমকে সাইন করালো স্কট কুপারের এই ফুটবল দল। আগামী ২০২৬ পর্যন্ত এই নয়া দলের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন এই তরুণ প্রতিভা। যা নিঃসন্দেহে বড়সড় চমক।

তবে শুধু দেশীয় ফুটবলার নয়। বিদেশি তারকা অ্যালেন স্টেভানোভিচ থেকে শুরু করে রেই তাচিকাওয়া, জেরেমি মানজোরো ও এলসিনহোর মতো ফুটবলারদের আগমনে এবার যথেষ্ট শক্তিশালী হয়ে উঠেছে জামশেদপুর দল। সেইসাথে উইংগায়াম মুইরাং থেকে শুরু করে প্রোভাত লাকরা ও ইমরান খানের মতো উদীয়মান ডিফেন্ডারের উপস্থিতি যেন বাড়তি অক্সিজেন যোগ করেছে তাদের স্কোয়াডে।