প্রতিপক্ষের ঘুম চটকাতে বাংলার প্রভাতের ওপর ভরসা জামশেদপুর এফসির

নর্থইস্ট ইউনাইটেড এফসি থেকে ডিফেন্ডার প্রভাত লাকরাকে এক বছরের চুক্তিতে চুক্তিবদ্ধ করেছে জামশেদপুর এফসি (Jamshedpur FC)। বুধবার সামাজিক মাধ্যমে ক্লাবের পক্ষ থেকে দেওয়া হয়েছে এই সই সংবাদ।

Provat Lakra

নর্থইস্ট ইউনাইটেড এফসি থেকে ডিফেন্ডার প্রভাত লাকরাকে এক বছরের চুক্তিতে চুক্তিবদ্ধ করেছে জামশেদপুর এফসি (Jamshedpur FC)। বুধবার সামাজিক মাধ্যমে ক্লাবের পক্ষ থেকে দেওয়া হয়েছে এই সই সংবাদ। লাকরা গত কয়েক মরসুমে নর্থ ইস্ট ইউনাইটেডের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২০১৮ সালে ক্লাবে যোগদানের পর থেকে ৩৬ টি ম্যাচ খেলেছেন।

Advertisements

২৫ বছর বয়সী এই খেলোয়াড় দলের প্রয়োজনের উপর ভিত্তি করে ডান প্রান্ত এবং বাম প্রান্ত উভয় দিকে কার্যকরী ভূমিকা পালন করতে পারেন। প্রভাতের ডিফেন্সিভ স্কিল ম্যান অফ স্টিলের রক্ষণকে আরও পোক্ত করতে সাহায্য করবেন বলে আশা করা যায়।

Advertisements

প্রভাত পশ্চিমবঙ্গের কল্যাণীতে বড় হয়েছেন। ২০১৬-১৭ মরসুমে সার্দান সমিতির হয়ে আই লিগ দ্বিতীয় বিভাগে আত্মপ্রকাশের আগে ইউনাইটেড এসসির সাথে যুব পর্যায়ে ভারতীয় ফুটবল প্রেমীদের নজর কেড়েছিলেন। হিরো আই লিগে দক্ষিণ ভারতীয় দল গোকুলাম কেরালার হয়ে সফল লোন স্পেলের পরে লাকরা ২০১৮ সালে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে হিরো ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) বড় পেয়ে গিয়েছিলেন বড় সুযোগ। স্টিল সিটিতে ঝাঁপিয়ে পড়ার আগে বেশ কয়েক বছর দেশের উত্তর পূর্বের এই দলে কাটিয়েছিলেন তিনি।