গতবার খুব একটা ভালো পারফরম্যান্স থাকেনি জামশেদপুর এফসির (Jamshedpur FC)। কলিঙ্গ সুপার কাপের ফাইনালে উঠে ও ট্রফি আসেনি ঘরে। নর্থইস্ট ইউনাইটেডকে পরাজিত করার পর ট্রফি নির্ণায়ক ম্যাচে জয় পাওয়ার লক্ষ্য থাকলেও কাজের কাজ কিছুই হয়নি। বিরাট বড় ব্যবধানে পরাজিত হতে হয়েছিল মানোলো মার্কেজের এফসি গোয়ার কাছে। সেই ধাক্কা কাটিয়ে নতুন সিজনে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল আইএসএলের এই ফুটবল দল। তাই অনেক আগে থেকেই ঘর গোছাতে শুরু করে দিয়েছিল ম্যানেজমেন্ট। যেখানে বিদেশি ফুটবলারদের পাশাপাশি নজর ছিল দেশীয় ফুটবলারদের দিকে।
যেটা নিঃসন্দেহে বিরাট চমক ছিল সকলের কাছে। কিন্তু সেখানেই শেষ নয়, পরবর্তীতে বছর সাতাশের ডিফেন্ডার জাস্টিন জর্জ ও আসেন ইস্পাত নগরীর এই দলে। এই দাপুটে দল নিয়েই এবারের সিজনের প্রথমে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে সাফল্য পেতে বদ্ধপরিকর ছিল জামশেদপুর। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আটকে যেতে হয়েছিল পরবর্তীতে। এছাড়াও জাতীয় দলের কোচ হিসেবে এরপর দায়িত্ব দেওয়া হয় ভারতীয় কোচ খালিদ জামিলের হাতে। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পান স্টিভেন ডায়াস। তাঁর হাত ধরেই এবারের সুপার কাপে অংশ নিলেও খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি।
স্বাভাবিকভাবেই আসন্ন ইন্ডিয়ান সুপার লিগের আগে নতুন হেড কোচ নিয়োগ করার পরিকল্পনা ছিল ম্যানেজমেন্টের। সেক্ষেত্রে এবার ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল একাধিক হাইপ্রোফাইল বিদেশি কোচের নাম। তবে দলের দায়িত্বের ক্ষেত্রে যে অভিজ্ঞ কোচের উপরেই যে ভরসা রাখবে ম্যানেজমেন্ট, সেই আভাস মিলেছিল গত কয়েক সপ্তাহে। সেক্ষেত্রে নিজেদের পুরনো কোচের উপরেই দায়িত্ব দিল জামশেদপুর এফসি। অবশেষে আজ কিছু ঘন্টা আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে নতুন কোচের নাম ঘোষণা করেদিল একবারের শিল্ড জয়ীরা।
সেই অনুযায়ী এবার দায়িত্বে আসলেন ওয়েন কোয়েল। গত সিজনে দক্ষিণের ফুটবল ক্লাব চেন্নাইয়িন এফসির দায়িত্বে ছিলেন এই আইরিশ কোচ। এবার ফিরলেন নিজের পুরনো দলে।
