ডুরান্ডের দ্বিতীয় ম্যাচের আগে সমর্থকদের উদ্দেশ্যে নির্দেশিকা জামশেদপুরের

দিনকয়েক আগেই ডুরান্ড কাপের (Durand Cup 2025) প্রথম ম্যাচ খেলতে নেমেছিল জামশেদপুর এফসি। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল ত্রিভুবন আর্মি ক্লাব। সম্পূর্ণ সময়ের শেষে এক…

Jamshedpur FC Gears Up for Durand Cup 2025: Khalid Jamil’s Men of Steel Eye Historic Triumph

দিনকয়েক আগেই ডুরান্ড কাপের (Durand Cup 2025) প্রথম ম্যাচ খেলতে নেমেছিল জামশেদপুর এফসি। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল ত্রিভুবন আর্মি ক্লাব। সম্পূর্ণ সময়ের শেষে এক গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল ইস্পাত নগরীর এই ফুটবল ক্লাব। দলের হয়ে গোল করেছিলেন যথাক্রমে সার্থক গোলুই থেকে শুরু করে মনবীর সিং এবং নিখিল বার্লার মতো খেলোয়াড়। এই জয় নিঃসন্দেহে অনেকটাই আত্মবিশ্বাস বাড়াবে দলের সকল ফুটবলারদের। আসন্ন দ্বিতীয় ম্যাচে সেই ধারাবাহিকতা বজায় রাখাই প্রধান লক্ষ্য জামশেদপুরের।

সূচি অনুসারে আগামী ২৯ শে জুলাই ঐতিহ্যবাহী এই ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসি। এখন এই ম্যাচের জন্যেই খেলোয়াড়দের প্রস্তুত করছেন এই ভারতীয় কোচ। আগত এই ম্যাচে জয় আসলে নিঃসন্দেহে গ্ৰুপে অনেকটাই এগিয়ে যাবে ইস্পাত নগরীর এই ফুটবল ক্লাব। তবে প্রথম ম্যাচে জয় আসলেও দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ দলকে নিয়ে যথেষ্ট সাবধানী খালিদ জামিল। এসবের মাঝেই দলের সমর্থকদের উদ্দেশ্যে বিশেষ বিবৃতি জারি করল কর্তৃপক্ষ।

   

এক্ষেত্রে সমর্থকদের মাঠে অর্থাৎ গ্যালারিতে প্রবেশ করার ক্ষেত্রে বিশেষ বিবৃতি জারি করা হয়েছে আইএসএলের এই ক্লাবের তরফে। সেই অনুযায়ী বিনা টিকিটে প্রবেশের ক্ষেত্রে সমর্থকদের জন্য ইস্ট ইস্ট লোয়ারের পাশাপাশি ইস্ট আপার এবং সাউথ স্ট্যান্ড নির্বাচিত করা হয়েছে। আগে আসার ভিত্তিতে প্রত্যেকটি স্ট্যান্ডে প্রবেশের নিয়ম জারি করা হয়েছে। ক্লাবের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে মোট ১১ হাজার ৪০০ জন স্টেডিয়ামে প্রবেশের অনুমতি পাবে। সেজন্য মাঠের ৪,৫,৬ এবং ৭ নম্বর গেট দিয়ে মাঠে প্রবেশ করতে পারবেন ফুটবলপ্রেমীরা।

Advertisements

প্রথমে ইস্ট লোয়ার স্ট্যান্ডে প্রবেশ করানো হবে সকল সমর্থকদের। এক্ষেত্রে ৪২০০ জন সমর্থক সেখানে বসতে পারবেন। সেটি পূর্ণ হলে পরবর্তীতে ইস্ট আপার স্ট্যান্ডে নিয়ে যাওয়া হবে সকলকে। যেখানে বসতে পারবেন প্রায় ৩২০০ জন। তারপর সাউথ স্ট্যান্ডে মোট চার হাজার জনকে প্রবেশের অনুমতি দেওয়া হবে। তবে তিনটি স্ট্যান্ড পূর্ণ হলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হবে।