আইএসএলের আগে হেড কোচ নিয়োগে মরিয়া জামশেদপুর, নজরে কারা?

আগের মরসুমে আশানুরূপ ফল পায়নি জামশেদপুর এফসি। কলিঙ্গ সুপার কাপের ফাইনালে উঠে ও শেষ রক্ষা হয়নি। শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডকে পরাজিত করার পর ট্রফি নির্ণায়ক ম্যাচে…

jamshedpur-fc-head-coach-search-before-isl-westwood-pereira-pinto

আগের মরসুমে আশানুরূপ ফল পায়নি জামশেদপুর এফসি। কলিঙ্গ সুপার কাপের ফাইনালে উঠে ও শেষ রক্ষা হয়নি। শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডকে পরাজিত করার পর ট্রফি নির্ণায়ক ম্যাচে জয় পাওয়ার লক্ষ্য থাকলেও কাজের কাজ কিছুই হয়নি। বিরাট বড় ব্যবধানে পরাজিত হতে হয়েছিল মানোলো মার্কেজের এফসি গোয়ার কাছে। সেই ধাক্কা কাটিয়ে নতুন সিজনে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল খালিদ জামিলের ছেলেরা। সেজন্য অনেক আগে থেকেই ঘর গোছাতে শুরু করে দিয়েছিল ম্যানেজমেন্ট। বিদেশি ফুটবলারদের সাথে সমানভাবেই নজর দেওয়া হয়েছে ভারতীয় ফুটবলার সইয়ের ক্ষেত্রে।

Advertisements

সেই সময় সার্থক গোলুই থেকে শুরু করে ভিন্সি ব্যারেটোর মতো ফুটবলাররা‌ ও যোগ দিয়েছিলেন এই দলে। যেটা নিঃসন্দেহে বিরাট চমক ছিল সকলের কাছে। কিন্তু সেখানেই শেষ নয়, পরবর্তীতে বছর সাতাশের ডিফেন্ডার জাস্টিন জর্জ ও আসেন ইস্পাত নগরীর এই দলে। এই দাপুটে দল নিয়েই এবারের সিজনের প্রথমে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে সাফল্য পেতে বদ্ধপরিকর ছিল জামশেদপুর। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আটকে যেতে হয়েছিল পরবর্তীতে। এছাড়াও জাতীয় দলের কোচ হিসেবে এরপর দায়িত্ব দেওয়া হয় ভারতীয় কোচ খালিদ জামিলের হাতে। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পান স্টিভেন ডায়াস।

   

তাঁর তত্ত্বাবধানে দল এবারের সুপার কাপে অংশ নিলেও খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি। স্বাভাবিকভাবেই আসন্ন ইন্ডিয়ান সুপার লিগের আগে নতুন হেড কোচ নিয়োগ করার পরিকল্পনা রয়েছে ম্যানেজমেন্টের। সেক্ষেত্রে এবার ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে তিন হাইপ্রোফাইল নাম। যাদের মধ্যে রয়েছেন অ্যাশলে ওয়েস্টউড, ডেরিক পেরেইরা এবং কার্লোস ভাজ পিন্টো। বিভিন্ন মাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যেই নাকি এই তিন কোচের সঙ্গে কথাবার্তা অনেকদূর এগিয়ে নিয়ে গিয়েছে একবারের লিগ শিল্ড জয়ীরা।

আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো স্পষ্ট হয়ে যাবে এই বিষয়টি। পূর্বে বেঙ্গালুরু এফসি সহ এফসি গোয়া ও শ্রীনিধি ডেকানের মতো দলের দায়িত্ব পালন করেছেন এই তিন কোচ। কাজেই ভারতীয় ফুটবল সার্কিটের অভিজ্ঞ কোচের উপরেই যে ভরসা রাখতে চাইছে এই ফুটবল ক্লাব সেটা বলাই চলে।

Advertisements