২৫ বছর বয়সী অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড বর্তমানে ভিক্টোরিয়ার জাতীয় প্রিমিয়ার লিগের সর্বোচ্চ স্কোরার হ্যারি সোয়ার’কে (Harry Sawyer) দলে নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলো জামশেদপুর এফসি (Jamshedpur FC)।
Advertisements
একবছরের চুক্তিতে গতবারের শিল্ড উইনার্স তাকে দলে নিয়েছে এবছর। এর আগে সাউথ মেলবোর্ন এফসি’তে দুই মরশুম খেলেছিলেন এই ফুটবলার। ২৩ ম্যাচে ১৭ গোল করেছিলেন। তাকে এক বছরের চুক্তিতে দলে নিলো আইএসএলের এই ক্লাব।
Advertisements
সম্প্রতি তাকে ছেড়ে দিয়েছিলো তার বর্তমান ক্লাব সাউথ মেলবোর্ন এফসি। এরপর থেকেই জামশেদপুর এফসির সাথে তার নাম জড়িয়েছিল। স্ট্রাইকার পজিশনে খেলা এই ফুটবলার অস্ট্রেলিয়া ফুটবল মহলে পরিচিত মুখ। খেলেছেন অস্ট্রেলিয়ার একাধিক নামীদামী সব ক্লাবে। ২০১৮-১৯ মরশুমে তাই পো ক্লাবের হয়ে জিতেছিলেন হংকং লিগ।