ষষ্ঠ বিদেশি হিসেবে কাকে চূড়ান্ত করল জামশেদপুর? জানুন

গত কয়েক মরসুম ধরে একেবারেই ছন্দে ছিল না জামশেদপুর এফসি ( Jamshedpur FC)। একবার আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন হলেও সময় যত এগিয়েছে ততই হতাশাজনক পারফরম্যান্স দেখা…

lazar cirkovic

গত কয়েক মরসুম ধরে একেবারেই ছন্দে ছিল না জামশেদপুর এফসি ( Jamshedpur FC)। একবার আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন হলেও সময় যত এগিয়েছে ততই হতাশাজনক পারফরম্যান্স দেখা দিয়েছিল এই ফুটবল ক্লাবের। সান্তা মারিনা থেকে শুরু করে স্কট কুপারের মতো বিদেশী কোচদের হাতে দলের দায়িত্ব তুলে দেওয়া হলেও খুব একটা সুবিধা হয়নি। এই ফুটবল ক্লাবের। সবকিছু মাথায় রেখেই গত সিজনে জামশেদপুরের দায়িত্ব তুলে দেওয়া হয় ভারতীয় কোচ খালিদ জামিলের হাতে।

তারপর থেকেই ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে এই ফুটবল ক্লাব। একটা সময় আইএসএলের প্লে-অফের লড়াইয়ে ও টিকেছিল দল। যদিও পরবর্তীতে ছিটকে যেতে হয়েছে তাঁদের। কিন্তু দলের পারফরম্যান্স যথেষ্ট খুশি করেছিল সকলকে। তাই নয়া সিজনে ও খালিদ জামিলের উপরেই ভরসা রেখেছে জামশেদপুর। গত কয়েক সপ্তাহে তাঁর নির্দেশ মেনেই একাধিক দেশি ও বিদেশি ফুটবলারদের সই করিয়েছে এই ফুটবল ক্লাব।

   

কিন্তু কে হবেন দলের ষষ্ঠ বিদেশি? সেই নিয়ে দেখা দিয়েছিল ধোঁয়াশা। এবার সেই নিয়েই উঠে আসলো নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত খবর, আসন্ন আইএসএলের জন্য লাজার সার্কোভিককে (Lazar Cirkovic) দলে নিতে চলেছে জামশেদপুর এফসি। সেইমতো চূড়ান্ত হয়ে গিয়েছে সমস্ত কিছু। সব ঠিকঠাক থাকলে শীঘ্রই তাঁর যোগদানের কথা ঘোষণা করবে ম্যানেজমেন্ট। আগের বছর বুদাপেস্ট হোনেন্ড এফসি থেকে চেন্নাইয়িন এফসিতে যোগদান করেছিলেন এই সার্বিয়ান ডিফেন্ডার।

কিন্তু মরসুম শেষ হতেই তাঁকে রিলিজ করে দেয় দক্ষিণের সেই ক্লাব। পরবর্তীতে তাঁর সঙ্গে কথাবার্তা শুরু করে জামশেদপুর। যতদূর খবর, দলের রক্ষণভাগের শক্তি বাড়াতে এই ফুটবলারকেই সই করিয়েছে খালিদ জামিলের ক্লাব।