ডুরান্ড কাপ ঘিরে ঝাড়খণ্ডে গর্জন, উন্মাদনায় ফুটছে জামশেদপুর

আবারও শহরে ফিরছে বড় মাপের ফুটবল, আর তার সঙ্গে সঙ্গে উত্তেজনায় ফুটছে জামশেদপুর (Jamshedpur FC)। ইন্ডিয়ান সুপার লিগের (ISL) পর এবার ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের (Durand…

Jamshedpur FC Fans Gear Up for Durand Cup 2025 as Football Returns to the City

আবারও শহরে ফিরছে বড় মাপের ফুটবল, আর তার সঙ্গে সঙ্গে উত্তেজনায় ফুটছে জামশেদপুর (Jamshedpur FC)। ইন্ডিয়ান সুপার লিগের (ISL) পর এবার ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের (Durand Cup 2025) আসর বসতে চলেছে জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে। ঘরের মাঠে জামশেদপুর এফসির খেলা মানেই দর্শকদের গর্জনে মুখরিত গ্যালারি, আর এবারের টুর্নামেন্ট ঘিরে সেই উত্তেজনা যেন দ্বিগুণ।

জামশেদপুর এফসির এই ডুরান্ড কাপে সবগুলো গ্রুপ ম্যাচই হবে নিজেদের মাঠে, আর সেই সুযোগকে কাজে লাগাতে প্রস্তুত সমর্থকরা। শহরের প্রখ্যাত ফ্যান গ্রুপের সদস্য বলেন, “আইএসএলের পর আবারও জামশেদপুরে বড় মাপের ম্যাচ হওয়া মানে শহরের ফুটবলপ্রেমীদের জন্য দারুণ আনন্দের। এই ডুরান্ড কাপ আমাদের জন্য ঘুরে দাঁড়ানোর সুযোগ। নতুন কোচ, নতুন খেলোয়াড়, এবার সত্যিই বিশ্বাস করি আমরা ট্রফি জিততে পারি।”

   

সবচেয়ে বড় সমর্থন যে আসবে দক্ষিণ স্ট্যান্ড থেকে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। ওই গ্যালারি বরাবরই দলকে প্রাণ দিয়ে সমর্থন করে এসেছে। এক সমর্থক জানান, “আমরা মাঠে থাকব, চিৎকার করব, গান গাইব, আর খেলোয়াড়দের উৎসাহ দেব। কোচ খালিদ জামিল যেভাবে দলকে তৈরি করছেন, তাতে এবার আশা করছি ডুরান্ড কাপ জামশেদপুরেই থাকছে।” তবে আগের বছরের হতাশা এখনো অনেকের মনে গেঁথে আছে। আগের বার গ্রুপ পর্বেই ছিটকে গিয়েছিল জামশেদপুর এফসি।

ফ্যানদের আবেগের সঙ্গে তাল মিলিয়ে শহরজুড়ে চলছে নানা প্রস্তুতি। স্কুল-কলেজ, বাজার থেকে পাড়ার মোড়, সর্বত্রই ফুটবলের আলোচনা। রানি হেমব্রম নামে এক সমর্থক জানালেন, “এই টুর্নামেন্ট শুধু খেলা নয়, একটা আবেগ, একটা সম্মান। গোটা শহর জেগে উঠেছে। ভারতীয় ফুটবল একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, এই টুর্নামেন্ট সেটা কাটিয়ে উঠতে সাহায্য করবে।”

Advertisements

এখানেই শেষ নয়, এই টুর্নামেন্ট শহরের সামাজিক আবহকেও স্পর্শ করছে। সেন্ট মেরি স্কুলের ছাত্রী মেহের ওবেরয় বলল, “ডুরান্ড কাপ আমাদের শহরে হচ্ছে, এটা একটা বড় গর্বের ব্যাপার। পরিবার, বন্ধু-বান্ধব, সবাই মিলে গ্যালারিতে গিয়ে দলকে সমর্থন করব। এটা শুধু খেলা নয়, আমাদের একতা আর আবেগের উৎসব।”

ভারতের সবচেয়ে পুরনো এবং ঐতিহ্যবাহী টুর্নামেন্টগুলোর মধ্যে অন্যতম ডুরান্ড কাপ। জামশেদপুরের মাটিতে আবার সেই ইতিহাস রচনা করার সুযোগ সামনে। খালিদ জামিলের দলকে নিয়ে শহরের প্রত্যাশা আকাশছোঁয়া। জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সের গ্যালারি এবার নতুন ইতিহাসের সাক্ষী হতে চলেছে — আর সে ইতিহাস গড়তে প্রস্তুত জামশেদপুর এফসি ও তাদের অগণিত সমর্থক।

Jamshedpur FC Fans Gear Up for Durand Cup 2025 as Football Returns to the City