আগের মরসুমে ভালো ফুটবল খেলে ও খেতাব জিততে পারেনি জামশেদপুর এফসি (Jamshedpur FC)। সেবার দেশের প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট তথা আইএসএল থেকে ছিটকে যাওয়ার পর কলিঙ্গ সুপার কাপে ভালো পারফরম্যান্স করতে মরিয়া ছিল ইস্পাত নগরীর এই ফুটবল ক্লাব। সেখানে যথেষ্ট দাপটের সাথে ফুটবল খেলে টুর্নামেন্টের ফাইনালে উঠলেও শেষ রক্ষা হয়নি। এফসি গোয়ার কাছে বড় ব্যবধানে পরাজিত হয়ে
ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। যা ব্যাপক হতাশ করেছিল সমর্থকদের। কিন্তু সেইসব এখন অতীত। এবার এই নতুন সিজনে ভালো পারফরম্যান্স করতে মরিয়া জামশেদপুর (Jamshedpur FC) দল।
সেইমতো এই ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের গ্রুপ পর্বের ম্যাচ থেকেই যথেষ্ট চনমনে মেজাজে ধরা দিয়েছিল দলের ফুটবলাররা। টিবেটিয়ান আর্মি থেকে শুরু করে ইন্ডিয়ান আর্মি হোক কিংবা লাদাখ ওয়ান এফসি। প্রত্যেকটি ম্যাচেই দাপুটে জয় ছিনিয়ে নিয়েছিল ইন্ডিয়ান সুপার লিগের এই শক্তিশালী ফুটবল ক্লাব। যারফলে অনায়াসেই কোয়ার্টার ফাইনালে স্থান পাকা করে নিয়েছিল দেশের শিল্প নগরীর এই ফুটবল ক্লাব। কিন্তু এক্ষেত্রে তাঁদের বাঁধা হয়ে দাঁড়ায় বাংলার আরেক শক্তিশালী ফুটবল ক্লাব ডায়মন্ড হারবার এফসি। তাঁদের কাছে পরাজিত হয়েই ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে।
এবার সুপার কাপে চূড়ান্ত সাফল্য পাওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছে জামশেদপুর (Jamshedpur FC)। গতবার টুর্নামেন্টের ফাইনালে উঠলে ও পরাজিত হতে হয়েছিল মানোলো মার্কুয়েজের শক্তিশালী এফসি গোয়ার কাছে। কিন্তু এবার দলের দায়িত্ব পেয়েছেন খালিদ জামিলের সহকারী কোচ স্টিভেন ডায়াস। তাঁর তত্ত্বাবধানে এবার ট্রফি জিততে মরিয়া এই ফুটবল ক্লাব। সেক্ষেত্রে এবার নিজেদের দলের বেশকিছু ফুটবলারদের সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা ছিল ম্যানেজমেন্টের। সেই তালিকায় এবার যুক্ত হয়েছে ভিন্সি ব্যারেটোর নাম।
আজ কিছুক্ষণ আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে সেই কথা জানিয়ে দিয়েছে আইএসএলের এই ফুটবল ক্লাব। এবারের এই ডুরান্ড কাপে তিনটি ম্যাচের মধ্যে তিনটি অ্যাসিস্ট ছিল এই উইঙ্গারের। এবারের এই সুপার কাপে কতটা প্রভাব ফেলতে পারেন এখন সেটাই দেখার।