শেষ সিজনে খালিদ জামিলের তত্ত্বাবধানে যথেষ্ট চনমনে মেজাজে ধরা দিয়েছিল জামশেদপুর এফসি (Jamshedpur FC)। গতবারের ডুরান্ডে খুব একটা সুবিধা করা সম্ভব না হলেও পরবর্তীতে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে জয় দিয়েই শুরু করেছিল ইস্পাত নগরীর এই দল। এক্ষেত্রে প্রথম ম্যাচেই তাঁরা পরাজিত করেছিল মানোলো মার্কুয়েজের এফসি গোয়াকে। এক কথায় যা চমকে দিয়েছিল সকলকে। পরবর্তীতে মুম্বাই সিটি এফসি ম্যাচে ও বজায় ছিল সেই ছন্দ। কিন্তু সময় এগোনোর সাথে সাথেই ছন্দ হারাতে শুরু করেছিল একবারের শিল্ড জয়ী এই দলটি। সেক্ষেত্রে একটা সময় যথেষ্ট কঠিন হয়ে উঠেছিল সুপার সিক্সের লড়াই।
Also Read | ডায়মন্ড হারবার এফসিতে যোগ দিলেন এই দুই ফুটবলার
তবে টুর্নামেন্টের দ্বিতীয় লেগে বদলে গিয়েছিল সমস্ত সমীকরণ। একের পর এক ম্যাচে সহজেই জয় ছিনিয়ে নিয়েছিল জামশেদপুর (Jamshedpur FC)। তারপর অনায়াসেই তাঁরা পরাজিত করেছিল সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসিকে। মাঝে ছন্দ পতন হলেও জয়ের সরণিতে ফিরতে খুব একটা সমস্যা হয়নি। পরবর্তীতে ঘরের মাঠে এফসি গোয়া দলকে পরাজিত করার ফলে আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছিল সকল ফুটবলারদের। যারফলে খুব সহজেই দল চলে গিয়েছিল প্রথম ছয়ের মধ্যে।তারপর হুয়ান পেট্রো বেনালির শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডকে পরাজিত করে ইন্ডিয়ান সুপার লিগের সেমিফাইনালে স্থান করে নিয়েছিল খালিদ জামিলের ছেলেরা।
Also Read | রিয়াল কাশ্মীরের এই ডিফেন্ডারকে ছিনিয়ে নিল শ্রীনিধি
কিন্তু বাঁধা হয়ে দাঁড়িয়েছিল হোসে মোলিনার মোহনবাগান। প্রথম লেগে তাঁদের বিরুদ্ধে জয় আসলেও সেটা বজায় থাকেনি দ্বিতীয় লেগে। আপুইয়ার অনবদ্য গোলে সবুজ-মেরুনের কাছে পরাজিত হয়েই ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। পরবর্তীতে কলিঙ্গ সুপার কাপ জয় করার সুযোগ থাকলেও ফাইনালে পরাজিত হতে হয়েছিল মানোলো মার্কুয়েজের এফসি গোয়া দলের কাছে। এক্ষেত্রে নিজেদের সমস্যা গুলির সমাধান ঘটিয়ে সাফল্য আনাই অন্যতম লক্ষ্য ম্যানেজমেন্টের। সেজন্য, এবারের সামার ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই ঘর গোছাতে তৎপর ছিল জামশেদপুর (Jamshedpur FC)।
একের পর এক দাপুটে ফুটবলারদের দিকে নজর ছিল ম্যানেজমেন্টের। তবে শুধুমাত্র নতুন খেলোয়াড় চূড়ান্ত করাই নয়, দলের বেশ কিছু ফুটবলারদের সঙ্গেও চুক্তি বাড়ানোর পরিকল্পনা ছিল ইস্পাত নগরীর এই দলের। সেক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল স্টিফেন এজের নাম। সেটাই হলো এবার। নয়া চুক্তি অনুযায়ী আগামী ২০২৬ সাল পর্যন্ত ভারতবর্ষের এই ফুটবল ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ থাকলেন এই নাইজেরিয়ান সেন্টার ব্যাক।