প্রতিপক্ষকে নিয়ে চাপে জামিল, মনবীরের গোলে এগিয়ে জামশেদপুর

Jamshedpur FC Edge Past Tribhuvan Army FC in Durand Cup 2025 Thriller: Manvir Singh’s Goal Secures 2-1 Lead
Jamshedpur FC Edge Past Tribhuvan Army FC in Durand Cup 2025 Thriller: Manvir Singh’s Goal Secures 2-1 Lead

শুভাশিষ ঘোষ, জামশেদপুর থেকে: ২৩ জুলাই কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল বনাম সাউথ ইউনাইটেড এফসির ম্যাচ দিয়ে সূচনা হয়েছে ১৩৪ তম ডুরান্ড কাপের (Durand Cup 2025)। উদ্বোধনী ম্যাচেই গ্রুপ ‘এ’তে দক্ষিণী ক্লাবকে পাঁচ গোলের পরিয়েছে অস্কার ব্রুজোর দল। কিন্তু দ্বিতীয় দিনে গ্রুপ ‘সি’র প্রথম ম্যাচেই ঘটে চলেছে উলাটপুরাণ। প্রতিপক্ষকে আটকাতে গিয়ে পাল্টা গোল খেতে হল জামিলের ছাত্রদের। যদিও প্রথমার্ধের শেষ ২-১ গোলে এগিয়ে জামশেদপুর এফসি (Jamshedpur FC)।

গ্রুপ ‘সি’র প্রথম ম্যাচে নিজেদের ঘরের মাঠে নেপালের ত্রিভুবন আর্মি এফসির মুখোমুখি হয়েছে জামশেদপুর। ম্যাচের প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক হয়ে খেলে ৬ মিনিটে গোলের দরজা খুলে ফেলে ইস্পাত নগরীর এই দল। প্রণয় হালদারের থ্রো করা বলে টাচ দিয়ে বল জালে জড়ান সার্থক গোলুই‌। ১৫ মিনিটে দলের ব্যবধান কমানোর সুযোগ এসেছিল ত্রিভুবনের ফুটবলার দীনেশের সামনে। যদিও সুযোগ হাতছাড়া হয় তাঁর।

   

১৬ মিনিটে প্রতিপক্ষের ফুটবলারকে ফাউল করে হলুদ কার্ড দেখেন আশুতোষ মেহেতা। ১৮ মিনিটে ফের সুযোগ এসেছিল ত্রিভুবনের দীনেশের কাছে। জামশেদপুর ঘরের ছেলে গোলকিপার কোনভাবে বল জালে জড়ানো থেকে বাঁচান। ২০ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল জামশেদপুরের সামনে। সানানের হেড করা বল পোস্টে লেগে ফিরে আসে।

২৫ মিনিটে নিশু কুমারের শট নেওয়া বল ত্রিভুবনের গোলকিপার বাঁচিয়ে দেয়। সেই ফিরতি বল পেয়ে দৌড় দেন দীনেশে। জামশেদপুরের বক্সের সামনে গিয়ে তার বাড়ানো বলে শট নিয়ে গোল করেন ত্রিভুবন আর্মি এফসির অধিনায়ক জর্জ প্রিন্স কারকি। সমতায় ফেরে দল।

৩১ মিনিটে নাটকীয় ভাবে দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান মনবীর সিং। মাঝ মাঠ থেকে জয়েশের বাড়ানো বল ধরে মনবীরের দিকে এগিয়ে দেন ভিন্সি ব্যারেটো। সেই মুহূর্তে তারা করা গোলে প্রথমার্ধের শেষে চাপ মুক্তি হয় কোচ খালিদ জামিল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন