Jamshedpur FC: মিলে গেল আইএসএল কোচের কথা

Jamshedpur FC Coach Scott Cooper

বড় মুখ করে বলেছিলেন, “পয়েন্ট টেবিলে আমরা আরও ওপরের দিকে উঠবো।” সেটাই হল বাস্তবে। রবিবারের ম্যাচের পর কিছুটা বদলেছে চলতি ইন্ডিয়ান সুপার লীগের ক্রম তালিকা।

Advertisements

রবিবার আইএসএল এর ম্যাচে মুখোমুখি হয়েছিল জামশেদপুর এফসি (Jamshedpur FC) ও পাঞ্জাব এফসি। পাঞ্জাব এফসি এবার প্রথম আইএসএল খেলছে। জামশেদপুর এফসি চেনা ফর্মে এখনো ফেরেনি। ফলত এই দুই দলের ম্যাচকে কেন্দ্র চর্চা হয়েছিল তুলনামূকভাবে কম। তবু লীগ সবে শুরু হয়েছে। যত দিন যাবে ক্রম তালিকায় আরও অনেক বদল হবে।

পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচের আগের সাংবাদিক সম্মেলনে জামশেদপুর এফসির কোচ স্কট কুপার বলেছিলেন, “গোল পার্থক্যের কারণে আমরা কিছুটা নিচের দিকে রয়েছি। এটা মনে রাখতে হবে যে টুর্নামেন্টে রক্ষণের দিক থেকে আমাদের দল সেরা। বিষয়টা হালকাভাবে নেওয়া উচিৎ না।”

Advertisements

তিনি আরো বলেছিলেন, “তিনটি দলের পয়েন্ট সমান (৪ পয়েন্ট)। আমরা বরং এক ম্যাচ কম খেলেছি। নিজেদের ক্রম তালিকার আরও ওপরের দিকে দেখছি। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচে শেষে আমরা ছয় নম্বরে উঠে আসতে পারি।”

ছয় নম্বরে উঠে এসেছে জামশেদপুর এফসি। পাঞ্জাব এফসির বিরুদ্ধে গোলশূন্য ভাবে ম্যাচ করেছিল জামশেদপুর। সেই সুবাদে তাদের প্রাপ্ত পয়েন্ট এখন পাঁচ। এক ম্যাচ কম খেলা ওড়িশা এসি (চার পয়েন্ট) নেমে গিয়েছে সাত নম্বরে।