শেষ মরসুম থেকেই জামশেদপুর এফসির (Jamshedpur FC) দায়িত্ব পালন করে আসছেন খালিদ জামিল (Khalid Jamil)। বিগত কয়েক বছর দল পয়েন্ট টেবিলের তলানিতে থাকলেও এই ভারতীয় কোচের হাত ধরে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে এই ক্লাব। যারফলে সেবার একটা সময় আইএসএলের প্লে-অফের লড়াইয়ে ও টিকেছিল দল। কিন্তু তা স্থায়ী হয়নি। তবুও দলের পারফরম্যান্স যথেষ্ট খুশি করেছিল সকলকে। তাই নয়া সিজনে ও খালিদ জামিলের উপরেই ভরসা রেখেছে জামশেদপুর। তাঁর নির্দেশ মতোই দেশি ও বিদেশি ফুটবলারদের যুক্ত করা হয়েছে স্কোয়াডে।
এসবের মাঝেই গত বৃহস্পতিবার লাজার সিরকোভিচের (Lazar Cirkovic) যোগদানের কথা ঘোষণা করে জামশেদপুর। সেই অনুযায়ী দলের ষষ্ঠ বিদেশি হিসেবে যোগদান করলেন এই সার্বিয়ান ফুটবলার। শেষ সিজনে বুদাপেস্ট হোনেন্ড এফসি থেকে চেন্নাইয়িন এফসিতে যোগদান করেছিলেন এই ডিফেন্ডার। কিন্তু পরবর্তীতে তাঁকে রিলিজ করে দেয় দক্ষিণের সেই ক্লাব। সেই সুযোগ কাজে লাগিয়েই এই তারকার সঙ্গে কথাবার্তা শুরু করে একবারের শিল্ড জয়ীরা।
শেষ পর্যন্ত তাঁকেই যুক্ত করা হয়েছে স্কোয়াডে। এই প্রসঙ্গে খালিদ জামিল বলেন, ” আমরা জামশেদপুর এফসিতে লাজার সিরকোভিচকে স্বাগত জানাতে পেরে খুবই রোমাঞ্চিত। সেন্টার-ব্যাক হিসেবে তাঁর অভিজ্ঞতা এবং মিডফিল্ডার হিসেবে খেলার বহুমুখিতা আমাদের দলের জন্য একটি মূল্যবান সম্পদ হবে। “
আরও বলেন, “গত মরসুমে আইএসএল খেলেছিলেন তিনি। কাজেই ভারতীয় ফুটবলে তাঁর অভিজ্ঞতা আমাদের রক্ষণভাগকে আরও শক্তিশালী করবে। দৃঢ়তা এবং গভীরতা আনবে। তাঁকে তাঁর সেরা পারফর্ম করতে হবে। এই ফুটবলারের থেকে আমার অনেক প্রত্যাশা।”