বেঙ্গালুরু ম্যাচের আগে কী বললেন খালিদ জামিল?

বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগে দারুন ছন্দে রয়েছে জামশেদপুর এফসি (Jamshedpur FC)। মাঝে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গলের কাছে ধাক্কা খেতে হলেও সেখান থেকে…

Khalid Jamil appoint as Jamshedpur FC coach

বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগে দারুন ছন্দে রয়েছে জামশেদপুর এফসি (Jamshedpur FC)। মাঝে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গলের কাছে ধাক্কা খেতে হলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি একবারের লিগ শিল্ড জয়ীদের। ডিসেম্বরের শেষ ম্যাচে তাঁরা পরাজিত করেছে দক্ষিণের শক্তিশালী দল কেরালা ব্লাস্টার্সকে। যারফলে বর্তমানে পয়েন্ট টেবিলে যথেষ্ট সক্রিয় রয়েছে শিল্প নগরীর এই ফুটবল ক্লাব। নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার সন্ধ্যায় নিজেদের স্পোর্টস কমপ্লেক্সে পরবর্তী ম্যাচ খেলতে নামবে রেই তাচিকাওয়ারা।

যেখানে তাঁদের লড়াই করতে হবে জেরার্ড জারাগোজার শক্তিশালী বেঙ্গালুরু এফসির সঙ্গে। ঘরের মাঠে এই ম্যাচ জিতেই বছর শুরু করার লক্ষ্য থাকবে জামশেদপুর দলের ফুটবলারদের। সেইমতো গত কয়েকদিন ধরে অনুশীলন চালিয়েছেন সকলে। তবে আসন্ন ম্যাচের আগে প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসিকে নিয়ে যথেষ্ট সাবধানী জামশেদপুর কোচ খালিদ জামিল। ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ” আমরা আসন্ন ম্যাচের জন্য প্রস্তুতি নিয়েছি। আমি আমাদের দলের ম্যাচ পরিকল্পনার উপর বিশেষ জোর দিচ্ছি। বর্তমানে এটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়”।

তবে বাড়তি আত্মবিশ্বাস রাখার বদলে ম্যাচ বাই ম্যাচ এগোনোই প্রধান লক্ষ্য এই ভারতীয় কোচের। তিনি আরও বলেন, ” আমরা সম্প্রতি ভাল করছি, কিন্তু আমরা জানি আমাদের জয়ের ধারা বজায় রাখা দরকার। বিশেষ করে আমাদের গত ম্যাচে কেরালার বিপক্ষে জয় পাওয়ার পর আমাদের আরও সাবধানী হতে হবে। তাই, আমি ইতিবাচকভাবে চিন্তা করছি এবং নিশ্চিত করছি যে প্রত্যেকে তাঁদের দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল। আমাদের সাফল্য পেতে হলে একটি দল হিসেবে একসাথে কাজ করতে হবে এবং একে অপরকে সাহায্য করতে হবে”।

Advertisements

বলাবাহুল্য, গত কেরালা ম্যাচে একাধিক গোলের সুযোগ পেলেও মাত্র একবারই গোলের মুখ খুলতে সক্ষম হয়েছিল জামশেদপুর এফসি। সেই নিয়ে কিছুটা হলেও হতাশ ছিলেন কোচ খালিদ জামিল। এবার শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় সুনিশ্চিত করাই অন্যতম লক্ষ্য জাভিয়ের সিভেরিও টোরোদের।