শুভাশিষ ঘোষ, জামশেদপুর থেকে: দীর্ঘ চার মাস পর ফের ফুটবল ফিরছে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে স্টেডিয়ামে (JRD Tata Sports Complex Stadium)৷আর সেই মঞ্চেই ভারতীয় কোচ খালিদ জামিলের (Khalid Jamil ) তত্ত্বাবধানে ডুরান্ডে কাপের (Durand Cup 2025) জন্য ২৮ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল জমশেদপুর (Jamshedpur FC)। অভিজ্ঞ মিডফিল্ডার প্রনয় হালদার এবং বিদেশি ফুটবলার রেই তাচিকাওয়াকে ঘিরেই গড়া হয়েছে দলের কোর স্ট্রাকচার। দল ঘোষণা থেকেই স্পষ্ট, শিরোপার জন্য পুরোদমে লড়াই করতে প্রস্তুত ‘মেন অফ স্টিল’।
গত মরসুমে ডুরান্ডের গ্রুপ পর্ব থেকে হৃদয়বিদারক বিদায় নিয়েছিল দল। এবার সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে শক্তিশালী স্কোয়াড গঠন করেছেন কোচে। এদিন নেপালের ত্রিভুবন আর্মি এফসির বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে জমশেদপুর এফসি।
দলে অন্তর্ভুক্ত হয়েছে ১১ জন নতুন ফুটবলার, যাঁরা প্রত্যেকেই দেশের অভিজ্ঞ সার্কিটে খেলা পরীক্ষিত নাম। এই তালিকায় রয়েছেন প্রাক্তন ইস্ট বেঙ্গল ডিফেন্ডার নিশু কুমার, সার্থক গোলুই এবং জেস্টিন জর্জ। যাঁরা রক্ষণভাগে এনে দেবেন নতুন দম। মিডফিল্ডে চোট সারিয়ে ফিরছেন জার্মানপ্রীত সিং, আর তাঁর সঙ্গে থাকছেন স্পিডস্টার ভিন্সি ব্যারেটো, যাঁর পেস ও ডিরেক্ট অ্যাটাক প্রতিপক্ষের রক্ষণে ত্রাস সৃষ্টি করতে পারে।

আক্রমণভাগে দলের ভরসা দেশীয় স্ট্রাইকারদের উপর। এই তালিকায় রয়েছেন মনবীর সিং, ড্যানিয়েল লালহলিমপুইয়া এবং ভিপি সুহের। যাঁরা দেশের শীর্ষ স্তরের ফুটবলে নিজেদের প্রমাণ করেছেন আগেই। তাঁদের সঙ্গে যুক্ত হয়েছেন তরুণ প্রতিভা লাওমসাংজুয়ালা, যিনি জামশেদপুরের অনূর্ধ্ব ১৭ দলের হয়ে আরএফডিএলে সর্বোচ্চ গোলদাতা ছিলেন।
দলে ধরে রাখা হয়েছে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে। গোলপোস্টের নিচে থাকবেন অভিজ্ঞ আলবিনো গোমস। তার সঙ্গে রয়েছেন অমৃত গোপে ও আয়ুষ জেনা। ডিফেন্সে আছেন প্রতীক চৌধুরী ও আশুতোষ মেহেতা, মিডফিল্ডে রয়েছেন মোবাশির রহমান, সৌরভ দাস সহ গত মরসুমের নজর কাড়া শ্রীকুট্টন ভিএস।
বিদেশিদের মধ্যে দলে আছেন জাপানি মিডফিল্ডার রেই তাচিকাওয়া ও নাইজেরিয়ান ডিফেন্ডার স্টিফেন এজে। রেই খুব শীঘ্রই দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গিয়েছে।
কোচ খালিদ মতে, ‘‘ডুরান্ড কাপের মতো ঐতিহ্যবাহী প্রতিযোগিতায় অংশ নেওয়া আমাদের কাছে সম্মানের বিষয়। ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলাটা একটা বাড়তি প্রেরণা। আমরা প্রতিটি ম্যাচে জয় ছিনিয়ে আনার মানসিকতা নিয়েই মাঠে নামব।’’
জমশেদপুর এফসি ডুরান্ড কাপ স্কোয়াড ২০২৫
গোলকিপার: আলবিনো গোমস, অমৃত গোপে, আয়ুষ জেনা
ডিফেন্ডার: প্রতীক চৌধুরী, আশুতোষ মেহেতা, নিশু কুমার, সার্থক গোলুই, জেস্টিন জর্জ, স্টিফেন এজে, ক্যালভিন ব্যারেটো, প্রফুল কুমার, কার্তিক চৌধুরী
মিডফিল্ডার: জার্মানপ্রীত সিং, রেই তাচিকাওয়া, প্রনয় হালদার, মোবাশির রহমান, জয়েশ রানে, শ্রীকুট্টন ভিএস, ঋত্বিক দাস, সৌরভ দাস, ভিন্সি ব্যারেটো, মহম্মদ সানান, নিখিল বারলা, চাওংথু লালহরিয়াতপুইয়া
ফরোয়ার্ড: মনবীর সিং, ড্যানিয়েল লালহলিমপুইয়া, সুহাইর ভিপি, লাওমসাংজুয়ালা
জমশেদপুর এফসি সমর্থকদের জন্য এটা নিঃসন্দেহে একটি রোমাঞ্চকর মুহূর্ত। দল যেমন তারকা খেলোয়াড়দের সঙ্গে প্রতিশ্রুতিশীল তরুণদের জায়গা দিয়েছে, তেমনি ঘরের মাঠে শুরু করে শিরোপার লড়াইয়ে এগিয়ে যেতে চায়। এখন দেখার, মাঠে তারা কতটা কার্যকর হয়।