FC Goa: যোগ্য দল হিসেবে জামশেদপুর ম্যাচ জিতেছে, জানিয়ে দিলেন মানোলো

জয় দিয়েই জানুয়ারি শুরু করেছিল এফসি গোয়া (FC Goa)। অনায়াসেই তাঁরা পরাজিত করেছিল সার্জিও লোবেরার ওডিশা এফসিকে। তবে পরের দুইটি ম্যাচে আটকে যেতে হলেও সেখান…

Manolo Marquez

জয় দিয়েই জানুয়ারি শুরু করেছিল এফসি গোয়া (FC Goa)। অনায়াসেই তাঁরা পরাজিত করেছিল সার্জিও লোবেরার ওডিশা এফসিকে। তবে পরের দুইটি ম্যাচে আটকে যেতে হলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি আইএসএলের এই ফুটবল দলের। টানা দুইটি ম্যাচে তাঁরা জয় ছিনিয়ে নিয়েছিল ইমামি ইস্টবেঙ্গলের পাশাপাশি চেন্নাইয়িন এফসির মতো ফুটবল ক্লাবের বিপক্ষে। কিন্তু এবার বজায় থাকল না সেই ধারা। গত রবিবার অ্যাওয়ে ম্যাচে শক্তিশালী জামশেদপুর এফসির কাছে আটকে যেতে হয় বোরহা হেরেরাদের।

যারফলে একটা সময় লিগ শিল্ড জয়ের দৌড়ে মোহনবাগান সুপার জায়ান্টের অন্যতম প্রতিপক্ষ হিসেবে এগিয়ে আসলে ও এই ম্যাচ পরাজয়ের ফলে এই খেতাব জয়ের থেকে অনেকটাই পিছিয়ে গেল গোয়ার এই ফুটবল ক্লাব। অন্যদিকে, সমান সংখ্যক ম্যাচ খেলে গোয়ার থেকে এক পয়েন্ট বেশি নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে জামশেদপুর এফসি। তবে যোগ্য দল হিসেবেই জয় ছিনিয়ে নিয়েছে শিল্প নগরীর এই ফুটবল ক্লাব। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক এমনটাই জানান গোয়া তথা জাতীয় দলের হেড কোচ মানোলো মার্কুয়েজ।

   

তিনি বলেন, ” জামশেদপুর এফসি আমাদের চেয়ে অনেক ভালো খেলেছে।‌ প্রথমার্ধে, তাঁরা আমাদের চেয়ে হাজার গুণ ভালো ছিল। তবে ড্রিঙ্কস ব্রেকের পর আমাদের ছেলেরা খেলার দখল নেওয়ার চেষ্টা করেছিল। সেই মুহূর্তে প্রতিপক্ষ দল অনেক গুলো সুযোগ নষ্ট করেছিল। কিন্তু পরবর্তীতে আমরা পরপর দুটি গোল হজম করেছি। তবে হাফ টাইমের আগে আমরা গোল পাওয়ায় আত্মবিশ্বাস কিছুটা বেড়েছিল দলের ফুটবলারদের। দ্বিতীয়ার্ধে সেটার প্রভাব পড়েছিল। কিন্তু যখন তাঁরা তৃতীয় গোলটি তুলে নেয়, তখন থেকেই ম্যাচ হাতের বাইরে যেতে শুরু করে। সেটাই হয়েছে।”

Advertisements

তবে এক্ষেত্রে দলের ফুটবলারদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ম্যাচ থেকেই জয়ে ফিরতে মরিয়া মানোলো মার্কুয়েজ। হাতে মাত্র দুটো দিন। তারপরেই শক্তিশালী ওডিশা এফসির বিপক্ষে খেলতে নামবে আর্মান্দো সাদিকুদের ফুটবল দল।