ডার্বি (Kolkata Derby) ম্যাচে ফের জ্বলে উঠলেন জেমি ম্যাকলারেন। সূচি অনুযায়ী শনিবার সন্ধ্যায় গুয়াহাটি স্টেডিয়ামে ডার্বি ম্যাচ খেলতে নেমেছে মোহনবাগান সুপার জায়ান্ট। যেখানে তাঁদের লড়াই করতে হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গলের সঙ্গে। প্রথমার্ধের শেষে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে মোহনবাগান। এখনও পর্যন্ত দলের হয়ে একটি মাত্র গোল করেন অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেন। বলাবাহুল্য, এদিন প্রথম থেকেই যথেষ্ট চনমনে মেজাজে ধরা দিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। দলের আরেক বিদেশি ফুটবলার দিমিত্রি পেত্রাতোস এখনও পর্যন্ত মাঠে না নামলেও তাঁর অভাব সেভাবে প্রভাব ফেলতে পারেনি দলের পারফরম্যান্সে।
অপরদিকে, এদিন শুরু থেকেই রক্ষণাত্মক ভঙ্গিতে ধরা দিয়েছে ইস্টবেঙ্গল। সেই সুযোগ কাজে লাগিয়েই আক্রমণের ঝড় তুলতে শুরু করে বাগান ব্রিগেড। তাতেই এসে যায় সাফল্য। ম্যাচের মাত্র দুই মিনিটের মাথায় সতীর্থ ফুটবলারের বাড়ানো বল লক্ষ্য করে প্রতিপক্ষের রক্ষনভাগে ঢুকে পড়েন জেমি ম্যাকলারেন। তাঁকে আটকাতে গিয়ে কার্যত নাজেহাল পরিস্থিতি দেখা দেয় ইস্টবেঙ্গল ডিফেন্ডারদের। সেখান থেকেই এই অজি তারকার গোল। তারপর সময় এগিয়েছে ততই ম্যাচের দখল নিয়েছে মোহনবাগান। অপরদিকে, সুযোগ বুঝেই আক্রমণে ওঠার চেষ্টা করতে থাকেন পিভি বিষ্ণু থেকে শুরু করে ক্লেটন সিলভারা।
Another big half coming up 💪🏻🔥
Watch ISL only on @JioCinema , @Sports18 -3, #StarSports3! 📺 https://t.co/rMaCxZKv59#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/IMD8mhW361
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) January 11, 2025
কিন্তু গোলের মুখ খোলা সম্ভব হয়নি। বরং প্রতিপক্ষের ভুল ত্রুটির সুযোগ নিয়ে পাল্টা আক্রমণ চালিয়ে ব্যবধান বাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে থাকেন জোসে মোলিনার ছেলেরা। প্রথমার্ধের মাঝামাঝি সময় ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ ও পেয়ে গিয়েছিলেন আরেক বাগান তারকা। কোনও রকমে পরিস্থিতি সামাল দেন ইস্টবেঙ্গল গোলরক্ষক প্রভসুখান সিং গিল। তারপর থেকে আরও সাবধানী মেজাজে খেলতে দেখা যায় হিজাজি মাহের থেকে শুরু করে হেক্টর ইউস্তেদের। যারফলে প্রথমার্ধের শেষে কোনও রকমে একটি গোলের ব্যবধানেই পিছিয়ে লাল-হলুদ।
তবে প্রথমার্ধের শেষ লগ্নে আক্রমণে উঠে হ্যান্ড বলের ও আবেদন করেছিলেন বিষ্ণু। কিন্তু সেটিকে গুরুত্ব দেননি ম্যাচ রেফারি। দ্বিতীয়ার্ধ আদৌও কোন পরিকল্পনা নিয়ে লড়াই করেন অস্কার ব্রুজনের ছেলেরা এখন সেটাই দেখার।