নব্বই মিনিটে অমীমাংসিত ফলাফল, অতিরিক্ত সময় জেমির গোলে এগিয়ে মোহনবাগান

বর্তমানে উত্তেজনার টপ গিয়ারে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গন। বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালে সেখানে লড়াই করছে মোহনবাগান (Mohun Bagan ) সুপার জায়ান্ট এবং বেঙ্গালুরু এফসি। ম্যাচের…

Jamie Maclaren’s Extra-Time Goal Puts Mohun Bagan Ahead in ISL Final

বর্তমানে উত্তেজনার টপ গিয়ারে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গন। বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালে সেখানে লড়াই করছে মোহনবাগান (Mohun Bagan ) সুপার জায়ান্ট এবং বেঙ্গালুরু এফসি। ম্যাচের প্রথমার্ধ থেকেই হাড্ডাহাড্ডি লড়াই করে আসছে দুই শক্তিশালী দল। ঘরের মাঠে ম্যাচ থাকায় প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে ধরা দিয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। তবে সময় এগোনোর সাথে সাথেই ম্যাচে প্রভাব বিস্তার করতে শুরু করে জেরার্ড জারাগোজার ছেলেরা। প্রথমার্ধে উভয় দলের কাছে একাধিকবার বলে সুযোগ আসলেও সেগুলি কাজে লাগাতে পারেনি কোনও ফুটবলার।

যারফলে অমীয় ফলাফলে শেষ হয় প্রথমার্ধ। কিন্তু দ্বিতীয়ার্ধের প্রথম কোয়ার্টারেই গোল আদায় করে নিয়েছিল বেঙ্গালুরু এফসি। বাগান ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেজের আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েছিল সুনীল ব্রিগেড। যা নিঃসন্দেহে চাপে ফেলে দিয়েছিল মেরিনার্সদের। তবে দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময় পেনাল্টি থেকে গোল করে যান অজি বিশ্বকাপার জেসন কামিন্স। সমতায় ফেরে সবুজ-মেরুন। তবে ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ আসলেও সেগুলি কাজে লাগানো সম্ভব হয়নি কারুর পক্ষেই। স্বাভাবিকভাবেই নির্ধারিত ৯০ মিনিটের শেষে বজায় ছিল ১-১ গোলের অমীমাংসিত ফলাফল।

ম্যাচ রিপোর্ট পড়তে ক্লিক করুন: জেমির গোলে যুবভারতীতে ইতিহাস গড়ল মোহনবাগান

Advertisements

ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়। এক্ষেত্রে দ্বিতীয়ার্ধের তুলনায় আরও আক্রমণাত্মক হয়ে ওঠে মোহনবাগান। তারপর ৯৬ মিনিটের মাথায় বেঙ্গালুরুর ডিফেন্ডারদের টেক্কা দিয়ে গোল করে যান আরেক‌ অস্ট্রেলিয়ান তারকা জেমি‌ ম্যাকলারেন। বর্তমানে তাঁর গোলেই ২-১ গোলের ব্যবধানে এগিয়ে এবারের লিগ শিল্ড জয়ীরা। এবার সেই ধারা বজায় রেখেই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য জোসে মোলিনার ছেলেদের। সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে আর কিছুটা সময়। তারপরেই আইএসএলের শিরোপা উঠতে পারে বাগান ফুটবলারদের হাতে।