অস্ট্রেলিয়া থেকেই ডার্বিতে নজর রাখতেন ম্যাকলারেন, সতীর্থদের নিয়ে কী বললেন তিনি‌?

নতুন মরসুমের জন্য অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেনকে (Jamie Maclaren ) সই করিয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যারফলে, তিন বিশ্বকাপারকে স্কোয়াডে রেখেই আইএসএল অভিযান শুরু…

Jamie Maclaren Watches Derby from Australia

নতুন মরসুমের জন্য অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেনকে (Jamie Maclaren ) সই করিয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যারফলে, তিন বিশ্বকাপারকে স্কোয়াডে রেখেই আইএসএল অভিযান শুরু করবে ময়দানের এই প্রধান। আগামী ২৯ শে জুলাই থেকে প্রাক-মরসুম প্রস্তুতি শুরু করবে সবুজ-মেরুন। তার আগের দিন অর্থাৎ ২৮শে জুলাই দলের অন্যান্য ফুটবলারদের সঙ্গে শহরে আসার কথা এ লিগের এই তারকা ফুটবলারের। বর্তমানে তাঁর আসার অপেক্ষায় পথ চেয়ে রয়েছে আপামর বাগান জনতা।

   

গত সিজনে অস্ট্রেলিয়ার লিগ চ্যাম্পিয়ন দল মেলবোর্ন সিটির জার্সিতে খেলেছিলেন ম্যাকলারেন। টানা পাঁচবার সোনার বুট জয় করেছিলেন তিনি। এমনকি লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে ও নির্বাচিত হয়েছিলেন এই তারকা ফুটবলার। এবার আইএসএলের লড়াই। মোহনবাগানের জার্সিতে নিজের সাফল্যের ধারা বজায় রাখার লড়াই। গত কয়েক বছর ধরে টিভিতে এই লিগের ম্যাচ গুলির দিকেই নজর রাখতেন অজি তারকা।

সবুজ-মেরুনে সই করার পর মিডিয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইয়ান হিউম যখন আইএসএলে খেলতেন, তখন থেকেই আমি অস্ট্রেলিয়ার একটি স্পোর্টস চ্যানেলে ভারতের খেলা গুলি দেখতাম। বেশকিছু বিশ্বখ্যাত তারকাদের খেলতে ও দেখেছি। অস্ট্রেলিয়াতে আমি অনেক কিছু পেয়েছি। বহু সম্মান অর্জন করেছি। তাই দেশের বাইরে এমন একটা ক্লাবের সঙ্গে যুক্ত হতে চেয়েছিলাম যে দলের ফুটবলার ও স্টাফেরা ইতি মধ্যেই নিজেদের প্রমান করেছেন। মোহনবাগান সদস্য, সমর্থকদের ক্লাবের প্রতি উচ্ছাস আমাকে এই ক্লাবে টেনেছে।’

তবে সেখানেই শেষ নয়। কলকাতা ডার্বির প্রসঙ্গ ও তুলে ধরেন অস্ট্রেলিয়ার জাতীয় দলের এই ফুটবলার। তিনি বলেন, ‘কলকাতা ডার্বির সঙ্গে আমি পরিচিত। অনেক গুলো ডার্বি ম্যাচ আমি দেখেছি। স্টেডিয়ামের ৬০ হাজার দর্শক ম্যাচের দিন যে পরিবেশ সৃষ্টি করে তা এক কথায় অসাধারণ। আমি জানি, ক্লাবের সমর্থকদের কাছে এই ডার্বির আবেগ ও মাহাত্ম্য আলাদা।’

পাশাপাশি দলের সতীর্থদের নিয়ে ও যথেষ্ট প্রশংসা করেন ম্যাকলারেন। দিমিত্রি প্রসঙ্গে তিনি বলেন, ‘দিমি একজন শিল্পী, সাহসী ফুটবলার। ও স্ট্রাইকারদের নিখুঁতভাবে বল এগিয়ে দিতে পারে। আমি জানি ও আমাকে প্রচুর অ্যাসিস্ট করবে এবং নিজে ও গোল করবে।’ এবং জেসন কামিন্সের প্রসঙ্গে বলেন, ‘কামিন্স আমারই লেফট ফুটেড ভার্সান। তাছাড়া গ্ৰেগ বিপক্ষের ত্রাস, নিজের কোয়ালিটি‌ আগেই ভারতে দেখিয়েছে। সমর্থকদের আনন্দিত করতে খুব একটা সমস্যা হবে না আমাদের।’