Mohun Bagan SG: ডার্বিতে অনিশ্চিত জেমি ম্যাকলারেন

কলকাতা: রাত পোহালেই ডার্বি। মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG) ও ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC), দুই দলেই প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। ইস্টবেঙ্গলের হেড কোচ কার্লেস…

Jamie Maclaren

কলকাতা: রাত পোহালেই ডার্বি। মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG) ও ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC), দুই দলেই প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। ইস্টবেঙ্গলের হেড কোচ কার্লেস কুয়াদ্রতের কলকাতা ডার্বির অভিজ্ঞতা রয়েছে। হোসে মলিনা প্রথম মোহন-ইস্ট ম্যাচে সাইড লাইনের ধরে থাকতে চলেছেন। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগান কোচের স্ট্র্যাটেজি কী হয় সে দিকে ফুটবল প্রেমীদের নজর থাকবে।

‘এটাই আমার পরিচয়…’, ইস্টবেঙ্গলে যোগ দিয়ে এ কী বললেন আনোয়ার?

   

ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগান সুপার জায়ান্টের কোন কোন ফুটবলার খেলবেন সেটা এখনও স্পষ্ট নয়। প্রশ্ন রয়েছে জেমি ম্যাকলারেনকে (Jamie Maclaren) কেন্দ্র করে। জেমি ডুরান্ড ডার্বিতে খেলবেন কি না সেটা এখনও স্পষ্ট নয়।

জেমি ম্যাকলারেনকে কেন্দ্র করে মোহনবাগান সমর্থকদের প্রত্যাশা অনেক। কিন্তু তাঁর চোট ছিল। ঘাড়ের সমস্যার কারণে বেশ কাবু হয়ে পড়েছিলেন। চিকিৎসার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল মুম্বইয়ে। এখন তিনি দলের সঙ্গে অনুশীলন করছেন। কিন্তু ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ১৮ অগস্টের ডার্বি খেলবেন কি না সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

টিম ইন্ডিয়ার হয়ে আদৌ খেলবেন মহম্মদ সামি? প্রকাশ্যে বড় আপডেট

জেমি কি রবিবারের ডার্বি খেলবেন?

এখনও পর্যন্ত যা আপডেট তাতে প্রথম একাদশে জেমি ম্যাকলারেনের থাকার সম্ভাবনা কম। আক্রমণভাগে জেসন কামিন্স, গ্রেগ স্টুয়ার্ট, দিমিত্রি পেত্ৰাতসদের ওপর আস্থা রাখতে পারেন হোসে মলিনা। এই তিন ফুটবলারের ওপর কোচ আস্থা রাখলে জেমির খেলার সম্ভাবনা কম। রিজার্ভ বেঞ্চে তাঁকে দেখা গেলেও যেতে পারে। কিন্তু মেলবোর্ন সিটি এফসির কিংবদন্তি ফুটবলারকে ডার্বিতে দেখতে পাওয়া সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে।