সুখবর, সবুজ-মেরুনের অনুশীলনে ফিরলেন ম্যাকলারেন

আগামী ১৩ সেপ্টেম্বর থেকে ইন্ডিয়ান সুপার লিগের অভিযান শুরু করবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। ঘরের মাঠে তাঁদের খেলতে হবে মুম্বাই সিটি এফসির বিপক্ষে। ডুরান্ড কাপের হতাশা ভুলে দেশের প্রথম ডিভিশন লিগ থেকেই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ময়দানের এই প্রধানের। সেই মর্মে গত বুধবার থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন জোসে মোলিনা‌। বর্তমানে দলের প্রায় সাতজন ফুটবলার জাতীয় শিবিরে থাকলেও বাকিদের নিয়েই প্রস্তুতি শুরু করেন বাগান কোচ।

   

যেখানে প্রথম থেকেই চনমনে মেজাজে দেখা গিয়েছিল অধিকাংশ ফুটবলারদের। তবে সেদিন মাঠে দেখা যায়নি জেমি ম্যাকলারেনকে। জানা গিয়েছিল, বৃহস্পতিবার থেকেই প্রস্তুতি শুরু করবেন এই অজি বিশ্বকাপার। অবশেষে সেটাই হল এবার। বৃহস্পতিবার থেকেই বাগানের অনুশীলনে দেখা গেল অস্ট্রেলিয়ার এই গোলমেশিনকে। তবে এদিন অনেক আগেই মাঠে নেমে প্রস্তুতি শুরু করেছিলেন তিনি।

সতীর্থ ফুটবলারদের সাথে আজ পুরোদমে আজ অনুশীলন না করলেও একাই মাঠে নামলেন ম্যাকলারেন। মূলত ফিজিক্যাল ট্রেনিংয়ের পাশাপাশি রিহ্যাব করেন এই বাগান তারকা। অতি দ্রুততার সাথে তিনি সুস্থ হয়ে যে মাঠে নামতে চাইছেন সেটা বলাই চলে। বর্তমানে সবুজ-মেরুন জার্সিতে তাঁর মাঠে নামার অপেক্ষায় আপামর বাগান জনতা।

উল্লেখ্য, গত জুলাই মাসের শেষেই শহরে এসে গিয়েছিলেন বাগানের এই নতুন বিদেশি। তবে চোটের সমস্যার দরুন এখনও পর্যন্ত মাঠে নামতে পারেননি এই ফুটবলার। নিঃসন্দেহে যা হতাশ করেছিল সমর্থকদের। তবে ডুরান্ডে খেলা সম্ভব না হলেও আগত আইএসএলের পাশাপাশি এএফসি চ্যাম্পিয়নস লিগের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে তাঁর উপরেই ভরসা রাখছেন বাগান কোচ জোসে মোলিনা‌।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন