Kolkata Derby: ডার্বি ম্যাচ প্রসঙ্গে কী বললেন জেমি ম্যাকলারেন?

কিছু ঘন্টার অপেক্ষা। তারপরেই ইন্ডিয়ান সুপার লিগের পরবর্তী ডার্বি (Kolkata Derby) ম্যাচ খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। যেখানে তাঁদের লড়াই করতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি…

Mohun Bagan SG Star Jamie MacLaren

কিছু ঘন্টার অপেক্ষা। তারপরেই ইন্ডিয়ান সুপার লিগের পরবর্তী ডার্বি (Kolkata Derby) ম্যাচ খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। যেখানে তাঁদের লড়াই করতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গলের সঙ্গে। গত হায়দরাবাদ ম্যাচের মতো এই ম্যাচে ও জয় পেতে চাইবেন শুভাশিস বসুরা। কিন্তু লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটা বলাই চলে। তবে বর্তমানে খুব একটা ভালো পরিস্থিতিতে নিয়ে ইস্টবেঙ্গলের রক্ষণভাগ। গত কয়েক ম্যাচে অনবদ্য পারফরম্যান্স করে ও আসেনি জয়। সেই সুযোগ কাজে লাগিয়েই এবার বাজিমাত করতে চাইছেন বাগান কোচ জোসে মোলিনা‌।

তবে ঘরের মাঠে ম্যাচ না থাকায় কিছুটা হলেও আশাহত হয়েছেন দলের ফুটবলাররা। পূর্ব পরিকল্পনা অনুযায়ী সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে এই হাইভোল্টেজ ম্যাচ হওয়ার কথা থাকলেও বর্তমানে সেটা সম্ভব নয়। আসলে গঙ্গাসাগর মেলা থাকায় পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। সেইকথা আগেই জানিয়ে দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের তরফে‌। এই পরিস্থিতিতে গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগের এই ডার্বি। যেদিকে নজর রয়েছে গোটা দেশের ফুটবলপ্রেমীদের। এই ম্যাচে কলকাতা ময়দানের দুই প্রধানের সমর্থকদের অধিকাংশের মাঠে আসার পরিকল্পনা থাকলেও সেটা খুব একটা সম্ভব নয়।

   

Jamie Maclaren

সেই নিয়ে এবার মুখ খুললেন বাগানের অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেন। এবারের ডার্বি ম্যাচে সমর্থকদের চেনা উন্মাদনা না দেখতে পাওয়ায় প্রসঙ্গে তিনি বলেন, “এবারের এই ডার্বিতে ঘরের মাঠের সমর্থকদের প্রচন্ড মিস করবো। কিন্তু বড় ম্যাচ অবশ্যই বিশেষ গুরুত্ব বহন করে। আমরা এই ম্যাচ জেতার জন্যই মাঠে নামব। আমাদের দলের সকলেই নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করবে”। বলাবাহুল্য, গত ডার্বি জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন জেমি ম্যাকলারেন। তাঁর গোলেই এগিয়ে গিয়েছিল মোহনবাগান।

পরবর্তীতে দিমিত্রি পেত্রাতোসের গোলে ব্যবধান বাড়ায় ময়দানের এই প্রধান। প্রথম লেগের মতো এবারও সেই ধারা বজায় রাখাই অন্যতম লক্ষ্য মেরিনার্সদের।