HomeSports Newsনির্বাচকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে 'বিস্ফোরক' তারকা পেসার

নির্বাচকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে ‘বিস্ফোরক’ তারকা পেসার

- Advertisement -

বাংলাদেশ মহিলা ক্রিকেট (Cricket) দলে নিন্দার ঝড়। অধিনায়কের পর দেশের অন্যতম সেরা পেসার জাহানারা আলম বিস্ফোরক অভিযোগ এনেছেন জাতীয় দলের প্রাক্তন নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম বিরুদ্ধে। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে জাতীয় দলে খেলার সময় যৌন হয়রানির শিকার হয়েছেন তিনি।

সম্প্রতি এক আবেগঘন সাক্ষাৎকারে কাঁদতে কাঁদতে জাহানারা জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) একাধিকবার লিখিতভাবে বিষয়টি জানালেও কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বরং অভিযোগ জানানোর পর সাময়িক সময়ের জন্য আচরণ পরিবর্তন হলেও পরে আবার একই ধরনের অশালীন আচরণ শুরু হয় বলে দাবি করেছেন এই পেসার।

   

জাহানারার বক্তব্য অনুযায়ী, মঞ্জুরুল ইসলাম বারবার তাঁকে অস্বস্তিকর প্রশ্ন করতেন ও স্পর্শ করতেন। তিনি বলেন, “উনি (মঞ্জুরুল) এসে আমার কাঁধে হাত রেখে বললেন— ‘তোর পিরিয়ডের কত দিন চলছে? শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে।’ ম্যাচ শেষে হ্যান্ডশেকের সময় জড়িয়ে ধরতেন।”

জাহানারা আরও অভিযোগ করেন, তিনি নারী ক্রিকেট উইংয়ের তৎকালীন প্রধান নাদেল স্যারসহ একাধিক কর্মকর্তাকে ঘটনাগুলো জানিয়েছেন, কিন্তু স্থায়ী কোনো সমাধান হয়নি। তিনি বলেন, “দেড় বছরে অসংখ্যবার জানিয়েছি। এক-দু’দিন ঠিক থাকত, তারপর আবার আগের মতো শুরু হতো।”

এর আগে কালের কণ্ঠে দেওয়া এক সাক্ষাৎকারে জাহানারা নারী ক্রিকেট দলে বিদ্যমান ‘সিন্ডিকেট সংস্কৃতি’ নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম, প্রয়াত নারী বিভাগের ইনচার্জ তৌহিদুর রহমান এবং বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি তিনজন মিলে এক প্রভাবশালী গোষ্ঠী তৈরি করেছিলেন। এর ফলে মহিলা ক্রিকেটারদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছিল।

এদিকে, বিসিবি বিষয়টিকে প্রথমে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিলেও এখন অবস্থান পরিবর্তন করেছে। বৃহস্পতিবার গভীর রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে, জাহানারার অভিযোগের প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

jahanara-alam-sexual-harassment-allegation-bangladesh-womens-cricket

অন্যদিকে, অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধেও জাহানারা সম্প্রতি ক্ষোভ প্রকাশ করেন। তাঁর অভিযোগ, জ্যোতি জুনিয়র খেলোয়াড়দের প্রতি অমানবিক আচরণ করেন, তাঁদের দিয়ে ব্যাগ বহানো ও মাথা টেপানোর মতো কাজ করান। তবে নিগার এসব অভিযোগ অস্বীকার করে বলেন, “জাহানারা ব্যক্তিগত কারণেই মিথ্যা প্রচার চালাচ্ছেন।”

বাংলাদেশ মহিলা ক্রিকেটে একের পর এক অভিযোগে এখন তোলপাড় পুরো ক্রীড়া মহল। বহু বছর ধরে মাঠে দেশের হয়ে সাফল্যের সাক্ষর রাখা জাহানারার এমন সাহসী প্রকাশের পর এবার দৃষ্টি থাকবে বিসিবির তদন্তের ফলাফলের দিকে।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular