চেনা ছন্দে ফাজিলা, গোকুলামের বিপক্ষে সহজ জয় লাল-হলুদের

iwl-east-bengal-women-beat-gokulam-kerala

সাফ চ্যাম্পিয়নশিপের (IWL)পর এবারের ইন্ডিয়ান ওমেন্স লিগে ও দুরন্ত ছন্দে ইস্টবেঙ্গলের মহিলা দল। নির্ধারিত সূচি অনুসারে আজ কল্যাণীতে টুর্নামেন্টের প্রথম লেগের শেষ ম্যাচ খেলতে নেমেছিল অ্যান্থনি অ্যান্ড্রুজের মেয়েরা‌। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল দক্ষিণের শক্তিশালী ফুটবল ক্লাব গোকুলাম কেরালা এফসি। যদিও এবার টুর্নামেন্টের শুরু থেকেই আশানুরূপ ফল মেলেনি তাঁদের পক্ষে। স্বাভাবিকভাবেই লাল-হলুদের মতো শক্তিশালী দলের বিপক্ষে খাতায় কলমে বেশ কিছুটা পিছিয়ে ছিল গোকুলাম।

যারফলে গত কিকস্টার্ট ম্যাচের পর এদিন ও জয় পেতে খুব একটা সমস্যা হয়নি ইস্টবেঙ্গলের। সম্পূর্ণ সময়ের শেষে ৩-০ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় মশাল কন্যারা। এদিন দলের হয়ে গোল করে যান যথাক্রমে ফাজিলা ইয়কপুত, রেস্টি নানজিরি এবং সুলঞ্জনা রাউল।

   

প্রধানমন্ত্রী আবাস যোজনায় বিশাল প্রতারণা! কড়া পদক্ষেপ ইডির

সেই সুবাদে টুর্নামেন্টের প্রথম লেগের শেষে ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখল মশাল ব্রিগেড। সেই নিয়ে যথেষ্ট খুশি দলের সমর্থকরা। পরবর্তী লেগে ও নিজেদের এই ছন্দ বজায় রাখার লক্ষ্য থাকবে দলের সকল ফুটবলারদের।

বলাবাহুল্য, গত ম্যাচে চোট পেয়েছিলেন ইস্টবেঙ্গলের তারকা ফুটবলার ফাজিলা ইয়কপুত। যারফলে পরবর্তীতে হাসপাতালে ও নিয়ে যেতে হয়েছিল তাঁকে। যদিও রিপোর্ট অনুযায়ী তেমন চিন্তার কিছু ছিল না ফাজিলাকে নিয়ে‌‌। অনেকেই মনে করেছিল যে এদিনের এই গুরুত্বপূর্ণ ম্যাচে হয়তো তাঁকে রিজার্ভে রাখতে চাইবেন কোচ।

কিন্তু প্রথম একাদশে তাঁকে রেখেই ম্যাচ শুরু করেছিলেন অ্যান্থনি। এক্ষেত্রে খুব একটা নিরাশ করেননি ফাজিলা। ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারের শেষের দিকেই গোল এসেছিল তাঁর পা থেকে। প্রথমার্ধের শেষে উগান্ডার এই ফুটবলারের গোলেই এগিয়ে ছিল ইস্টবেঙ্গল।

তারপর দ্বিতীয়ার্ধে সময় এগোনোর সাথে সাথেই আরও বাড়তে থাকে ব্যবধান। ৫৪ মিনিটের মাথায় দলের হয়ে ব্যবধান বাড়িয়ে যান রেস্টি নানজিরি। এই গোলের ক্ষেত্রে ও যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ফাজিলার। পরবর্তীতে ম্যাচের ষষ্ঠ কোয়ার্টারের শুরুতেই গোকুলামের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিয়ে যান ভারতীয় তারকা সুলঞ্জনা রাউল। তারপর আর ম্যাচে ফেরার সুযোগ পায়নি গোকুলাম দল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন