IWL-এ অপ্রতিরোধ্য ইস্টবেঙ্গল, কোচ অ্যান্থনির জন্য বিশেষ চমক

east-bengal-women-saff-champions-anthony-andrews-pashupatinath-temple

গতবারের পর এবারও দারুণ ছন্দে ইস্টবেঙ্গল। সপ্তাহ কয়েক আগেই নেপালের বুকে ইতিহাস সৃষ্টি করেছে মশাল কন্যারা। অ্যান্থনি অ্যান্ড্রুজের তত্ত্বাবধানে সাফ চ্যাম্পিয়নশিপ জয় করেছে ময়দানের এই প্রধান। যারফলে পঞ্চম আন্তর্জাতিক ট্রফি ঘরে এসেছে লাল-হলুদের। সেই নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা। তবে সেখানেই শেষ নয়। শেষ মরসুমে ঠিক যেখানে শেষ হয়েছিল ঠিক সেখান থেকেই এবার শুরু করেছে ইস্টবেঙ্গলের ওমেন্স টিম। একের পর এক টানা চারটি ম্যাচে বড় ব্যবধানে জয়। হয়তো একেই বলে চ্যাম্পিয়ন পারফরম্যান্স।

যারফলে বাকিদের তুলনায় এক ম্যাচ কম খেলে বর্তমানে শীর্ষস্থানে রয়েছে ইস্টবেঙ্গল। গত ম্যাচে নীতা ফুটবল অ্যাকাডেমিকে পাঁচ গোলের ব্যবধানে পরাজিত করেছে সুলঞ্জনা রাউলরা। এমনকি সেই ম্যাচে গোল পেয়েছেন নাওরেম প্রিয়াঙ্গা দেবী। চোট থেকে ফিরে এসে তাঁর এমন গোল নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে গোটা দলের। সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। সূচি অনুযায়ী দেখলে আগামী ৬ই জানুয়ারি টুর্নামেন্টের পরবর্তী ম্যাচে নামবে ইস্টবেঙ্গল। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে কর্নাটকের কিকস্টার্ট এফসি।

   

এই ম্যাচের আগেই কোচের জন্য বিশেষ চমক রাখল ইস্টবেঙ্গলের মিডিয়া টিম‌‌। অর্ধশত ম্যাচ উপলক্ষে এবার কোচের জন্য বিশেষ ভিডিও তৈরি করে ময়দানের এই প্রধান। যেখানে শুভেচ্ছা জানাতে দেখা যায় তাঁর পরিবারের সদস্যদের। ভিডিওতে কোচের পরিবারের তরফে বলতে শোনা যায়, ‘ পঞ্চাশতম ম্যাচের জন্য শুভেচ্ছা। আমরা দেখেছি তুমি নিজের সমস্ত কিছু উজাড় করে দিচ্ছো। আমরা তোমার জন্য গর্বিত। তুমি এভাবেই এগিয়ে যাও। তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা।’ যা নিঃসন্দেহে মন জয় করেছে সাফ জয়ী এই কোচের।

পরবর্তীতে নিজের সোশ্যাল সাইটে সেই প্রসঙ্গে তিনি লেখেন, ‘ ফুটবল স্মৃতি দেয়, আবেগ দেয়। সারপ্রাইজ ভিডিওটির জন্য এবং আমার পরিবারকে আমার যাত্রায় অংশ নিতে দেওয়ার জন্য ইস্টবেঙ্গল এবং রিতমকে ধন্যবাদ।’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন