এশিয়ার মঞ্চে বাজিমাতের লক্ষ্যে নামছে লাল-হলুদের মহিলা ব্রিগেড

IWL champions East Bengal FC determined to make a mark in their maiden AFC Womens Champions League campaign

কম্বোডিয়ার রাজধানী নম পেনে সোমবার থেকে শুরু হতে চলেছে এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগের (AFC Womens Champions League) প্রাথমিক পর্ব। আর সেখানেই প্রথমবারের মতো এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় পা রাখতে চলেছে ঐতিহ্যবাহী ক্লাব ইস্টবেঙ্গল (East Bengal FC)। ভারতের মহিলা ফুটবলে এক নতুন ইতিহাস রচনার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করছেন লাল-হলুদের মেয়েরা।

প্রথম ম্যাচেই ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ স্বাগতিক দল নম পেন ক্রাউন। ৩১ আগস্ট দ্বিতীয় ম্যাচে তারা মুখোমুখি হবে হংকংয়ের কিটচির বিরুদ্ধে। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে নম পেনের ন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে।

   

ইস্টবেঙ্গল মহিলা দলের কোচের দায়িত্বে রয়েছেন অভিজ্ঞ অ্যান্থনি অ্যান্ড্রুজ। এর আগে গোকুলাম কেরালা এফসির কোচ হিসেবে এই প্রতিযোগিতার স্বাদ পেয়েছিলেন তিনি। সেখানকার অভিজ্ঞতা এবার লাল-হলুদ শিবিরে কাজে লাগাতে চাইছেন এই কোচ। তাঁর প্রশিক্ষণেই গত মরসুমে ইন্ডিয়ান উইমেন্স লিগে (আইডব্লিউএল)-এ চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। আর সেই সাফল্যই তাদের নিয়ে এসেছে এশিয়ার বৃহত্তম ক্লাব পর্যায়ের মহিলা প্রতিযোগিতায়।

দলের শক্তির জায়গা হল ভারসাম্যপূর্ণ স্কোয়াড। অভিজ্ঞতার পাশাপাশি রয়েছে আন্তর্জাতিক রঙও। ভারতের জাতীয় দলের মিডফিল্ডার শিল্কি দেবী রয়েছেন এই দলে। এছাড়াও রয়েছেন উগান্ডার মিডফিল্ডার আমনা নবাবী, নাইজেরিয়ান ডিফেন্ডার মৌরিন তোভিয়া ওকপালা এবং ঘানার সেন্টার-ব্যাক আবেনা আনামা ওপোকু। এ ছাড়াও আশালতা দেবী, সুইটি দেবী, সঙ্গীতা বাসফোর, পান্থোই চানু, মেলোডি চানু, সন্ধ্যা রঙ্গনাথন, সৌম্যা গুগুলোথ, সুলঞ্জনা রাউল, কার্তিকা অঙ্গমুথুর মতো অভিজ্ঞ ভারতীয় ফুটবলাররা রয়েছেন স্কোয়াডে।

প্রতিযোগিতার আগে প্রায় এক মাস ধরে কল্যাণীতে প্রস্তুতি নিয়েছেন কোচ অ্যান্ড্রুজ। কিন্তু মহিলা দলের অভ্যন্তরীণ ম্যাচ আয়োজনের সুযোগ ছিল না পর্যাপ্ত। তাই বিকল্প পথে হেঁটেছেন কোচ। স্থানীয় পুরসভার অ্যাকাডেমির ছেলেদের দলের সঙ্গে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলেছে ইস্টবেঙ্গল মহিলা দল। প্রসঙ্গে কোচ অ্যান্ড্রুজ বলেন, “চ্যাম্পিয়ন্স লিগের মতো প্রতিযোগিতায় খেলার জন্য ম্যাচ প্র্যাকটিস অত্যন্ত জরুরি। কিন্তু সেই অনুপাতে দেশে ভাল মহিলা প্রতিপক্ষ পাওয়া যায় না। তাই ছেলেদের বিরুদ্ধে খেলেই নিজেদের উন্নত করার চেষ্টা করেছি আমরা।”

এ এক নতুন দৃষ্টান্ত। যেখানে মেয়েরা ছেলেদের বিরুদ্ধে খেলে নিজেদের মেলে ধরার চেষ্টা করছে। এই উদ্যোগেই স্পষ্ট, ইস্টবেঙ্গল শুধু প্রতিযোগিতায় অংশ নিতে নয়, কিছু করে দেখাতেই নামছে। তবে প্রতিপক্ষ হিসেবে নম পেন ক্রাউনকে হালকাভাবে নিচ্ছে না লাল-হলুদ কোচিং স্টাফ। ঘরের মাঠে খেলবে কম্বোডিয়ার দল। ফলে দর্শক সমর্থন এবং পরিচিত আবহাওয়ার সুবিধা তাদের দিকেই। তবে ইস্টবেঙ্গলের আত্মবিশ্বাস তুঙ্গে। দলের অভিজ্ঞতা, প্রতিভা এবং বৈচিত্র্যময় স্ট্র্যাটেজি ম্যাচে তাদের এগিয়ে রাখছে।

IWL champions East Bengal FC determined to make a mark in their maiden AFC Womens Champions League campaign

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleকবে প্রেসিডেন্ট কাপে পাচ্ছে নর্থইস্ট ইউনাইটেড? জানুন
Next articleMost Promising Meme Coin of 2025: Shiba Inu (SHIB) Takes a Backseat as Little Pepe (LILPEPE) Explodes in 2025
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।