Ivan Vukomanovic: কয়েক কোটি টাকার বিনিময়ে মুম্বই সিটিতে যাচ্ছেন ইভান!

মুম্বই সিটি এফসি (Mumbai City FC) থেকে বিদায় নিয়েছে দেস বাকিংহ্যাম। সিটির নতুন কোচ কে হতে পারেন সে ব্যাপারে প্রশ্ন রয়েছে। জানুয়ারির ট্রান্সফার উইন্ডো শুরু…

Ivan Vukomanovic

মুম্বই সিটি এফসি (Mumbai City FC) থেকে বিদায় নিয়েছে দেস বাকিংহ্যাম। সিটির নতুন কোচ কে হতে পারেন সে ব্যাপারে প্রশ্ন রয়েছে। জানুয়ারির ট্রান্সফার উইন্ডো শুরু হওয়ার আগে ফুটবল মহলে জোর গুঞ্জন, কেরালা ব্লাস্টার্সের ইভান ভুকোমানভিক (Ivan Vukomanovic) যোগ দিতে পারেন বাণিজ্য নগরীর ক্লাবে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে, কেরালা ব্লাস্টার্সের বর্তমান কোচ ইভান ভুকোমানভিককে মুম্বই সিটি এফসিতে যোগ দিতে পারেন। ব্লাস্টার্সের সঙ্গে সিটির এ ব্যাপারে কথা হয়েছে বলে সামাজিক মাধ্যমে দাবি করা হয়েছে। রেকর্ড ট্রান্সফার ফির বিনিময়ে ইভান মুম্বই সিটি এফসির কোচ হতে পারেন বলে জল্পনা। জানুয়ারির প্রথম সপ্তাহে এই দল বদল হতে পারে বলে দাবি করা হচ্ছে।

   

আরও পড়ুন: Mohun Bagan SG: মোহনবাগান সমর্থকদের আরও একটি ইচ্ছা পূরণ হতে পারে 

এই দাবি নতুন নয়। আগেও ফুটবল মহলে এই জল্পনা ছিল, দেস বেকিংহ্যামের জায়গায় কেরালা ব্লাস্টার্স এর বর্তমান কোচ ইভান ভুকোমানভিককে আগামী দিনে ক্লাবের কোচ হিসেবে দেখছে মুম্বই সিটি এফসি ম্যানেজমেন্ট। ইতিমধ্যে মুম্বই সিটি ও ইভানের মধ্যে আলোচনা এগিয়েছে বলে মনে করা হচ্ছে। চূড়ান্ত কথা ইতিমধ্যে হয়েছে কি না সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে দুই পক্ষের মধ্যে যে জোরালোভাবে যোগাযোগ রয়েছে সে ব্যাপারে অনেকেই জোর দিয়েছে বলছেন।

আরও পড়ুন: East Bengal: নিজেদের ভাগ্য নিজেরা বদলেছি: ইস্টবেঙ্গলের ‘প্রফেসর’

ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম জনপ্রিয় কোচ ইভান ভুকোমানভিক। চলতি মরসুমের শুরুটা বেশ ভালো করেছে ক্লাব। গতবারেও কেরালা ব্লাস্টার্স এর হয়ে উঠে এসেছিলেন আলোচনায়। তবে তার সিদ্ধান্ত বিতর্ক তৈরি করেছিল। রেফারি অন্যায্য ভাবে প্রতিপক্ষকে গোল দিয়েছেন, এই প্রতিবাদে মাঠ থেকে দল তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ইভান। ভারতীয় ইভানের কোচিং কেরিয়ারে এটিই হয়তো সর্বাধিক আলোচিত বিষয়। ইন্ডিয়ান সুপার লীগের ২০২১-২২ মরসুমে দলকে রানার্স আপ করিয়েছিলেন একবার। এছাড়া ট্রফি জেতার নিরিখে ভারতে সেই অর্থে এখনো বড় কোনো সাফল্য পাননি ইভান।