Mumbai City FC: বাকিংহ্যামের জায়গায় মুম্বই সিটিতে ইভান!

Ivan Vukomanovic

চমক বললেও কম বলা হয়। কয়েক দিন ধরে শোনা যাচ্ছিল মুম্বই সিটি এফসি (Mumbai City FC) ছাড়তে পারেন দেস বেকিংহ্যাম। অনেকেই সে কথায় কান দেননি, গুজব বলে উড়িয়ে দিয়েছেন। দেস মুম্বই সিটিকে বিদায় জানিয়েছেন। তার জায়গায় ক্লাবে সম্ভাব্য কোচের নাম আরও চমকপ্রদ।

ফুটবল মহলে গুঞ্জন, দেস বেকিংহ্যামের জায়গায় কেরালা ব্লাস্টার্স এর বর্তমান কোচ ইভান ভুকোমানভিককে আগামী দিনে ক্লাবের কোচ হিসেবে দেখছে মুম্বই সিটি এফসি ম্যানেজমেন্ট। ইতিমধ্যে মুম্বই সিটি ও ইভানের মধ্যে আলোচনা এগিয়েছে বলে মনে করা হচ্ছে। তবে চূড়ান্ত কথা ইতিমধ্যে হয়েছে কি না সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে দুই পক্ষের মধ্যে যে জোরালোভাবে যোগাযোগ রয়েছে সে ব্যাপারে অনেকেই জোর দিয়েছে বলছেন।

   

ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম জনপ্রিয় কোচ ইভান ভুকোমানভিক। চলতি মরসুমের শুরুটা বেশ ভালো করেছে ক্লাব। গতবারেও কেরালা ব্লাস্টার্স এর হয়ে উঠে এসেছিলেন আলোচনায়। তবে তার সিদ্ধান্ত বিতর্ক তৈরি করেছিল। রেফারি অন্যায্য ভাবে প্রতিপক্ষকে গোল দিয়েছেন, এই প্রতিবাদে মাঠ থেকে দল তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ইভান। ভারতীয় ইভানের কোচিং কেরিয়ারে এটিই হয়তো সর্বাধিক আলোচিত বিষয়। ইন্ডিয়ান সুপার লীগের ২০২১-২২ মরসুমে দলকে রানার্স আপ করিয়েছিলেন একবার। এছাড়া ট্রফি জেতার নিরিখে ভারতে সেই অর্থে এখনো বড় কোনো সাফল্য পাননি ইভান।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন