Football Analysis: ডায়মান্টাকোস প্রসঙ্গে কী বলছেন ভুকোমানোভিচ? জানুন

Ivan Vukomanovic, Dimitrios Diamantakos

Football Analysis: আইএসএলের প্রথম ছয়ে সুযোগ করে নিতে হলে আসন্ন কেরালা ম্যাচ থেকে শুরু করে বেঙ্গালুরু এফসি কিংবা পাঞ্জাব এফসির মতো দলগুলিকে আটকাতে হবে ইস্টবেঙ্গল ক্লাবকে। লড়াইটা যে মোটেও সহজ হবে না তা ভালো মতোই জানেন কোচ। বর্তমানে নিজেদের পারফরম্যান্স অনুযায়ী আগামী ম্যাচ গুলি কতটা সহজ হবে তাদের কাছে সেই নিয়ে ও যথেষ্ট চিন্তায় রয়েছে দলের সমর্থকরা।

এসবের মাঝেই নতুন মরশুমের জন্য বিদেশী নির্বাচনের কাজ শুরু করে দিয়েছে ইমামি ম্যানেজমেন্ট। বিভিন্ন সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, সেই অনুযায়ী ইমামি ম্যানেজমেন্টের নাকি নজর গিয়ে পড়েছে কেরালা দলের দাপুটে বিদেশি দিমিত্রি ডায়মান্টাকোসের উপর। এই নিয়েই এবার মুখ খুললেন ইভান ভুকোমানোভিচ।

   

এই নিয়ে কেরালা দলের কোচ বলেন, ডায়মান্টিকোস আমাদের দলের যথেষ্ট প্রভাবশালী একজন ফুটবলার। এই মরশুমে ও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন। টানা দ্বিতীয় বছর কেরালা দলের জার্সিতে লড়াই করছেন। বলতে গেলে, তিনিও যে এই টুর্নামেন্টের সর্বচ্চো গোলদাতা হতে পারেন তা প্রমান করার চেষ্টা করছেন।

তবে শুনছি নতুন মরশুমের জন্য বেশকিছু ফুটবল ক্লাবের তরফ থেকে নাকি তার দিকে নজর দেওয়া হচ্ছে। এমনকি এই আইএসএলে ও একাধিক ফুটবল ক্লাব তাকে প্রস্তাব পাঠানোর চেষ্টা করছে। বিশেষ করে বিদেশে যাদের খুব দুর্বল স্কাউটিং রয়েছে। অর্থাৎ নাম না করে লাল-হলুদকেই হয়ত খোঁচা দিলেন এই ফুটবল কোচ।‌

বলাবাহুল্য, গত কয়েকদিন ধরেই ডায়মান্টাকোসকে দলে টানার কথা শোনা যাচ্ছিল প্রবল ভাবে। এক্ষেত্রে কলকাতা ময়দানের অন্যতম প্রধান ইমামি ইস্টবেঙ্গলের নাম উঠে আসছিল ব্যাপকভাবে। এমনকি মনে করা হচ্ছিল মরশুম শেষেই হয়তো নিজের দল বদল করতে পারেন এই গ্রীক ফুটবলার। তবে এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি কোন কিছু।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন