শীঘ্রই কলকাতায় আসছেন ইভান গঞ্জালেস (Ivan Gonzalez)। শুক্রবার সন্ধ্যায় একসঙ্গে পাঁচজন বিদেশি ফুটবলারকে সই করানোর কথা জানিয়েছিল ইমামি ইস্টবেঙ্গল। তালিকায় ইভানের নাম রয়েছে।
মাঠে নামার আগেই ইভানকে কেন্দ্র করে লাল হলুদ সমর্থকদের উন্মাদনা দেখার মতো। সোশ্যাল মিডিয়ায় তাঁকে করা হচ্ছে মেসেজ, তিনি কবে কলকাতায় আসবেন সেটা জানতে চাইছেন ইস্টবেঙ্গল সমর্থকরা।
সামাজিক মাধ্যমে ইভান বলেছেন, “আগামী ২ মরসুমের জন্য ইস্টবেঙ্গলের খেলোয়াড় হিসেবে আমি চুক্তিবদ্ধ। এটা জানাতে পেরে আমি খুবই আনন্দিত। ক্লাবের কাছে আমি কৃতজ্ঞ। এছাড়াও সকল কর্মী যারা আমার ওপর ভরসা রেখেছেন এবং নতুন দল গড়ার ব্যাপারে আমার ওপর বিশ্বাস রেখেছেন, তাঁদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। শীঘ্রই দেখা হবে কলকাতা।”
এর আগেও নিজের মতামত খোলাখুলি জানিয়েছেন ইভান। বলেছিলেন, “আশা করছি সবকিছু তাড়াতাড়ি মিটে যাবে এবং আমি ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি পরে মাঠে নামতে পারবো। যেমনটা আপনারা সবাই জানেন যে আমি ইস্টবেঙ্গলের ফুটবলার এবং এই ক্লাবের হয়ে বেশ কয়েক বছর খেলতে পারবো বলেও আশা করছি।” ইস্টবেঙ্গল ও ইমামির মধ্যে যখন সই সম্পন্ন হয়নি তখন এই মন্তব্য তিনি করেছিলেন।