UEFA Euro Qualifier: মাঠ জুড়ে হুড়োহুড়ি, যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের বিরুদ্ধে জিতল ইতালি

Italy vs Ukraine,

প্রত্যাশা মতো জিতল ইতালি। উয়েফা ইউরো কোয়ালিফায়ারের (UEFA Euro Qualifier) ম্যাচে ইউক্রেনের বিরুদ্ধে ২-১ গোল জিতেছে বিশ্বকাপ জয়ী প্রাক্তন দেশ। বুধবার এই ম্যাচ জিতলেও মন ভরাতে পারেনি ইতালি। কাতার বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে না পারার কলঙ্ক ইতালির ফুটবল ইতিহাসে রয়ে যাবে চিরকাল। ঘুরে দাঁড়াতে মরীয়া ইতালি। রক্ষণের খোলস থেকে বেরিয়ে আরও বেশি আক্রমণাত্মক আজ্জুরিরা। ইউক্রেনের বিরুদ্ধেও আক্রমণ প্রতি আক্রমণের পথ বেছে নিয়েছিলেন কোচ স্পালেত্তি।

Advertisements

ইউক্রেনের বিরুদ্ধে লিড নিতে খুব বেশি সময় লাগেনি ইতালির । প্রথম কোয়ার্টারের মধ্যে দলকে ১-০ গোলে এগিয়ে দিয়েছিলেন D. Frattesi। দ্বিতীয় কোয়ার্টারে ব্যবধান দ্বিগুণ করেন ইন্টার মিলানের তরুণ এই মিডফিল্ডার। সান সিরো স্টেডিয়ামে হয়েছিল ম্যাচ। চেনা মাঠে মেজাজে ছিলেন তিনি।
পাল্টা মার দিতে অবশ্য দেরি করেনি যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন। জোড়া গোল হজম করার পর দমে না গিয়ে নিজেদের খেলার ঝাঁঝ বাড়িয়েছিলেন জিনচেঙ্করা।

   

আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচ গড়ালেও দুই দলের খেলায় ছিল না কোনো বৈচিত্র্য। বলে পেয়ে গতি নির্ভর খেলায় জোর দিয়েছিল ইউক্রেন। প্রান্ত বরাবর দৌড় দিয়ে আক্রমণ গড়ার চেষ্টা। উপযুক্ত পরিকল্পনার অভাবেই হোক কিংবা সৃজনশীলতার অভাবে ইউক্রেনের আক্রমণ ফলপ্রসূ হয়নি। একের পর এক ভুল পাস, তাড়াহুড়ো করে খেলতে গিয়ে পজিশন হাতছাড়া করেছে তারা।

ভুল করার ব্যাপারে ইতালিও পিছিয়ে নেই। ইউক্রেনের সঙ্গে পাল্লা দিয়ে তারাও করেছে ভুল পাস। আক্রমণ গড়ার সময় নয়নাভিরাম খুব বেশি মুভমেন্ট দিতে পারেনি ইতালি। জোড়া গোল দিলেও দলে একজন যোগ্য স্ট্রাইকার কিংবা ফিনিশারের অভাব স্পষ্ট। প্রচুর গোল মিস, গোলপোস্টে লেগে ছিটকে গিয়েছে বল। হারানো গৌরব উদ্ধার করতে হলে ইতালিকে খুঁজে আনতে হবে আরও একজন ক্রিশ্চিয়ান ভিয়েরা কিংবা পাওলো রসিকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements