সব ঠিকই চলছিল। এমন সময় কলকাতা ময়দানে আরও এক মতানৈক্যের খবর। এবার মহামেডান স্পোর্টিং ক্লাবে (Mohammedan SC)। শোনা যাচ্ছে বাংকারহিলের সঙ্গে ক্লাবের কর্তাদের মতের মিল হচ্ছে না।
ইন্ডিয়ান সুপার লিগ খেলার স্বপ্ন নিয়ে এগোচ্ছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। আই লিগেও ভালো ফল করেছে দল। আগামী দিনের কথা ভেবে ইউরোপের একাধিক নামী ক্লাবের সঙ্গে কথা চালানো হচ্ছে বলে আগেই জানা গিয়েছিল। বাইরে থেকে যখন মনে হচ্ছিল সাদা কালো তাঁবুতে যখন ফিল গুড পরিবেশ, তখন ভিতরকার খবর অন্যরকম।
সংবাদ মাধ্যমে প্রকাশ, ক্লাব মালিকানার একটা বড় অংশ দাবি করেছে বাংকারহিল। আর এতেই নাকি বেঁকে বসেছেন মহামেডান স্পোর্টিং ক্লাবের কর্তারা। কোম্পানির দাবি তাঁরা মানতে রাজি নন বলে ফুটবল মহলে কানাঘুষো। এর ফলেই ফের ক্লাব এবং বিনিয়োগকারীর মধ্যে মতানৈক্য। সর্বোপরি ভাঙনের আশঙ্কা।
ক্লাব এবং বিনিয়োগকারী কোম্পানির মতানৈক্য কতোটা গুরুতর আকার ধারণ করতে পারে সে ব্যাপারে কলকাতা ময়দানের ধারণা রয়েছে। ইস্টবেঙ্গলে কোয়েস এবং শ্রী সিমেন্ট পর্বের কথা সর্বজনবিদিত। তাই বাংকারহিলের সঙ্গে সাদা কালো কর্তাদের মধ্যেকার দ্বন্দ্ব চিন্তা বাড়িয়েছে বাংলার ফুটবল প্রেমীদের মধ্যে।