জাভিকে দলে নিতে মরিয়া আইএসএলের এই ফুটবল ক্লাব

ইন্ডিয়ান সুপার লিগে যথেষ্ট দাপটের সাথে খেলে আসছেন জাভি হার্নান্দেজ (Javi Hernandez)। এটিকে থেকে শুরু করে পরবর্তীতে এটিকে মোহনবাগান এবং সেখান থেকে ওডিশা এফসি পরে বেঙ্গালুরু এফসিতে যোগদান করেছিলেন এই স্প্যানিশ ফুটবলার। বলতে গেলে এখনো পর্যন্ত দলের জার্সিতে দাপিয়ে খেলতে দেখা গেছে এই বিদেশী ফুটবলারকে।

   

এবারের আইএসএলে মোট ২১ টি ম্যাচ খেলে ৫টি গোল করেছেন এই তারকা। মনে করা হচ্ছিল নতুন মরশুমে তাকে সামনে রেখেই হয়ত দল সাজাবে ম্যানেজমেন্ট। কিন্তু গতকাল সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে তার রিলিজের কথা‌।

কিন্তু কোথায় যাবেন এই ফুটবলার? সেই নিয়েই এবার উঠে আসলো নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত খবর, এই স্প্যানিশ ফুটবলারকে এবার দলে নিতে আগ্ৰহ প্রকাশ করেছে পাঞ্জাব এফসি। উল্লেখ্য, এই ফুটবল মরশুমে দাপিয়ে খেলেছিলেন ফরাসি ফুটবলার মাদিহ তালাল। কিন্তু নতুন মরশুমে আর এই ক্লাবে থাকা হবে না তার।

তিনি যোগদান করতে চলেছেন কলকাতার অন্যতম প্রধান দল ইমামি ইস্টবেঙ্গলে। যা নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলবে লাল-হলুদের মাঝমাঠ। অপরদিকে বিকল্প ফুটবলার খোঁজার পরিকল্পনা ছিল ম্যানেজমেন্টের।

সেইমতো এবার নিজেদের শক্তিশালী করে তুলতে স্পেনের এই অ্যাটাকিং মিডফিল্ডারের দিকে নাকি নজর রয়েছে পাঞ্জাব ম্যানেজমেন্টের। যদিও এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি কোনো কিছু। আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে গোটা বিষয়টি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন