শনিবারের ম্যাচের স্কোরলাইন হয়েছে এক তরফা। ইন্ডিয়ান সুপার লিগ (ISL) সেমিফাইনালে পর্যুদস্ত হয়েছে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। ‘ আমরা একটু বেশিই গুরুত্ব দিয়ে ফেলেছিলাম ‘, ম্যাচ শেষে জানিয়েছেন বার্থোলোমিউ ওগবেচে (Bartholomew Ogbeche) ।
ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল এটিকে মোহন বাগান। রয় কৃষ্ণা গোল করে এগিয়ে দিয়েছিলেন দলকে। হায়দরাবাদ এফসি গোল পরিশোধ করে বিরতির ঠিক আগে। গোল কর্তা বার্থোলোমিউ ওগবেচে। সবুজ মেরুন ব্রিগেডের বিরুদ্ধেও অপ্রতিরোধ্য দেখিয়েছিল তাঁকে।
ওগবেচে নিজে যেমন গোল করেছেন, তেমনই বলের দখল নিয়ে আক্রমণে সাহায্যও করেছেন। একাই বাগান ডিফেন্ডার নাচিয়েছেন। নিজের স্কিলকে কাজে লাগিয়ে দিশেহারা করে দিয়েছিলেন বাগান ফুটবলারদের। বিপক্ষের গোলের সামনে নাইজেরিয়ান গোলমেশিন যেমন নির্ভীক, তেমনই বক্তা হিসেবেও স্পষ্ট।
‘ বিরতির সময় কোচ একেবারেই খুশি ছিলেন না। সাজঘরে ব্যক্ত করেছিলেন নিজের মনোভাব।’ ম্যাচ শেষে বার্থোলোমিউ ওগবেচে জানিয়েছেন। ‘ প্রতিপক্ষকে আমরা একটু বেশি গুরত্ব দিয়ে ফেলেছিলাম। প্রচুর জায়গা, স্বাধীনতা দিয়ে ফেলেছিলাম প্রথম অর্ধে। বিরতির পর আমাদের খেলা আরও আঁটোসাঁটো হয়েছিল। আরও বেশি গোলে জিততে পারতাম। তবে এই স্কোরলাইন পেয়ে আমরা খুশি।’