Mohammedan SC vs Punjab FC: ভিদালের গোল, ঘরের মাঠে পিছিয়ে মহামেডান

Vidal's Early Goal Puts Mohammedan SC Behind at Home Against Punjab FC

সোমবার ইন্ডিয়ান সুপার লিগের শেষ ম্যাচ খেলতে নেমেছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। যেখানে তাঁদের লড়াই করতে হচ্ছে প্যানাজিওটিস ডিলমপেরিসের শক্তিশালী পাঞ্জাব এফসির সঙ্গে। প্রথমার্ধের শেষে ১-০ গোলের ব্যবধানে এই ম্যাচে এগিয়ে রয়েছে পাঞ্জাবের এই ফুটবল দল। দলের হয়ে এখনও পর্যন্ত একটিমাত্র গোল করেছেন পুলগা ভিদাল। হিসাব অনুযায়ী দেখলে এটি মহামেডানের হোম ম্যাচ হলেও প্রথম থেকেই যথেষ্ট দাপট থেকেছে প্রতিপক্ষ ফুটবল দলের। স্বাভাবিকভাবেই গোলের মুখ খুলতে খুব একটা সমস্যা হয়নি তাঁদের পক্ষে।

Read Match Report:   দুরন্ত কামব্যাক মহামেডানের, হার বাঁচালেন রবি হাঁসদা 

   

ম্যাচের প্রায় ৯ মিনিটের মাথায় গোলের মুখ খুলে যান এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। যা নিঃসন্দেহে অনেকটাই আত্মবিশ্বাস বাড়িয়েছে দলের সকল ফুটবলারদের।শুধুমাত্র তখন নয়। পরবর্তীতে আরও বেশ কয়েকবার গোলের সুযোগ পেয়েছিল আইএসএলের এই ফুটবল ক্লাব। বিশেষ করে প্রথমার্ধের মাঝামাঝি সময় প্রতি আক্রমণে উঠে এসেছিলেন স্লোভেনিয়ান তারকা লুকা মাজসেন। ‌তার পাস থেকেই ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ এসে গিয়েছিল পাঞ্জাবের কাছে। তবে অল্পের জন্য লক্ষ্য ভ্রষ্ট হন ভিদাল। নাহলে অনায়াসেই বাড়তে পারত গোলের ব্যবধান।

অপরদিকে ঘরের মাঠে ম্যাচ থাকায় দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চাপ বাড়াতে চাইবে ব্ল্যাক প্যান্থার্সরা। অতি দ্রুততার সাথে গোলের মুখ খুলে দলকে সমতায় ফেরানোর লক্ষ্য থাকবে ফ্রাঙ্কা থেকে শুরু করে মনভীর সিং‌য়ের মতো ফুটবলারদের। সুপার সিক্সের লড়াই থেকে দল অনেক আগে ছিটকে গেলেও জয় দিয়েই এবারের ইন্ডিয়ান সুপার লিগ মরসুম শেষ করার পরিকল্পনা রয়েছে মেহরাজুদ্দিন ওয়াডুর ছেলেদের। সেক্ষেত্রে পরিকল্পনা অনুযায়ী বদল করতে পারেন বেশকিছু ফুটবলারদের। এখন সেদিকেই নজর থাকবে সকলের।

আইএসএলে ভালো পারফরম্যান্স না থাকলেও আসন্ন টুর্নামেন্টে নিজেদের সেরাটা উজাড় করে দিতে বদ্ধপরিকর সাদা-কালো শিবির। সেটা আদৌও কতটা কার্যকরী হয় এখন সেটাই দেখার বিষয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন