হাতে মাত্র আর তিনটে দিন, তারপরেই শুরু হয়ে যাবে দশম আইএসএল (ISL Update) । সেই জন্য নিজেদের দলের টিকিট বিক্রি ও শুরু করে দিয়েছে ক্লাব গুলি। ইমামি ইস্টবেঙ্গল থেকে শুরু করে কেরালা ব্লাস্টার্স হোক কিংবা মুম্বাই সিটি এফসি। নিজেদের মতো করে টিকিট বিক্রি শুরু করেছে ক্লাব গুলি।
তবে এবার সেই ক্ষেত্রে সকলকে টেক্কা দিয়েছে গতবারের আইএসএল জয়ীরা। গ্যালারির স্ট্যান্ডের নাম ও বদলে ফেলা হয়েছে তাদের তরফে। এক্ষেত্রে যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করেছেন দলের কর্নধার সঞ্জীব গোয়েঙ্কা। আসলে ক্লাবের ইতিহাস ও গরিমাকে মাথায় রেখেই নয়া উদ্যোগ নেওয়া হয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে।
সেজন্য, যুবভারতীতে তাদের জন্য রাখা “বি টু” স্ট্যান্ডটির এবার বিশেষ নামকরন করা হয়েছে তাদের তরফে। এখন থেকে “১৮৮৯ স্ট্যান্ড” হিসেবে বিবেচিত হবে এটি। । উল্লেখ্য, এই সময়েই ময়দানের বুকে স্থাপিত হয়েছিল মোহনবাগান ক্লাব। সেই ইতিহাস মাথায় রেখেই এমন সিদ্ধান্ত ম্যানেজমেন্টের। তবে এই একটা মাত্র স্ট্যান্ড নয়, তাদের “সি টু” স্ট্যান্ডের ও নামকরণ করা হয়েছে “১৯১১ স্ট্যান্ড”। যেই সময় ব্রিটিশদের খালি পায়ে হারিয়ে প্রথমবারের মতো কোনো ভারতীয় ফুটবল ক্লাব হিসেবে শিল্ড জয় করেছিল মোহনবাগান। তা মাথায় রেখেই এই অভিনব নামকরণ। বর্তমানে অনলাইন মাধ্যমে টিকিট ছাড়া ও হয়েগিয়েছে কয়েকদিন আগেই। তবে প্রশ্ন ছিল যে কবে থেকে অফলাইন মারফত মিলবে ম্যাচের টিকিট?
সেই নিয়ে উঠে আসল এবার নয়া তথ্য। বিশেষ সূত্র অনুযায়ী খবর, আগামী ১৯ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত প্রথম ম্যাচের অফলাইন টিকিট দেওয়া হবে সবুজ-মেরুন তাঁবুতে। তারপর অন্যান্য ম্যাচ গুলির ক্ষেত্রে ও ম্যাচের একদিন অথবা দুইদিন আগে থেকেই টিকিট পাওয়া যাবে ক্লাব টেন্টে।