ধোঁয়াশায় আইএসএল, কঠোর পদক্ষেপ চেন্নাইয়িন এফসির

ISL Uncertainty Prompts Chennaiyin FC to Suspend Operations
ISL Uncertainty Prompts Chennaiyin FC to Suspend Operations

বিগত কিছু মরসুমে খুব একটা আহামরি পারফরম্যান্স ছিল না চেন্নাইয়িন এফসির (Chennaiyin FC)। বহু প্রত্যাশা নিয়ে দল গঠন করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। যারফলে লিগ টেবিলের তলানিতে থেকেই শেষ হয়েছিল গত ফুটবল মরসুম। যা কিছুতেই মেনে নিতে পারেননি দলের সমর্থকরা। সেই হতাশা ভুলে কলিঙ্গ সুপার কাপে সাফল্য পাওয়ার লক্ষ্য থাকলেও ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্টের প্রথম ম্যাচেই। প্রি-কোয়ার্টার ফাইনালে শক্তিশালী মুম্বাই সিটি এফসির কাছে পরাজিত হতে হয়েছিল ওয়েন কোয়েলের ছেলেদের। তবে নিজেদের ভুল শুধরে নয়া সিজনে সাফল্য পেতে বদ্ধপরিকর দক্ষিণের এই ফুটবল দল।

Also Read | মিগুয়েলের খেলায় মুগ্ধ তাঁর প্রাক্তন দলের সমর্থকরা

   

সেইমতো ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছিল চেন্নাইয়িন এফসি। বিভিন্ন মাধ্যমের তরফে সেক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল একাধিক বিদেশি ফুটবলারদের নাম। দলের বেশ কিছু ফুটবলারদের সঙ্গে চুক্তির বৃদ্ধি করার পাশাপাশি টুর্নামেন্টে প্রভাব বিস্তারকারী কয়েকজন ফুটবলারদের দিকেও নজর ছিল দক্ষিণের এই সফল ফুটবল ক্লাবের। স্বাভাবিকভাবেই নতুন মরসুমে যে বড়সড় চমক আসতে চলেছে সেই ইঙ্গিত মিলেছিল ব্যাপকভাবে। কিন্তু বিগত কয়েক মাস ধরেই দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলের আয়োজন নিয়ে দেখা দিয়েছে ব্যাপক অনিশ্চয়তা।

Also Read | মন জিতেছেন মিগুয়েল! তবে এই তারকাকে চোখে হারাচ্ছেন বিকাশ পাঁজি

এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দল গঠনের ক্ষেত্রে কার্যত ধীরে চলো নীতি গ্রহণ করতে দেখা যায় টুর্নামেন্টের একাধিক ফুটবল ক্লাবকে। তবে সেখানেই শেষ নয়। গত কয়েকদিন আগেই ফোর্স ম্যাজিউয়ের মধ্যে দিয়ে সিনিয়র দলের ফুটবলারদের পাশাপাশি কোচ ও সাপোর্টিং স্টাফেদের সঙ্গে সাময়িক চুক্তি স্থগিতের কথা ঘোষণা করেছে ওডিশা এফসি এবং বেঙ্গালুরু এফসি। যা নিঃসন্দেহে অবাক করে দিয়েছে সকলকে। এবার কিছুটা একই পথে হাঁটল অভিষেক বচ্চনের চেন্নাইয়িন এফসি। গত বুধবার নিজেদের সোশ্যাল সাইটে ভারতীয় ফুটবলের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে সাময়িকভাবে দলের সমস্ত কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় তাঁদের তরফে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন