অনিশ্চয়তায় আইএসএল, তবুও নিজেকে প্রস্তুত রাখছেন অময়

amey ranawade

কবে থেকে শুরু হবে ইন্ডিয়ান সুপার লিগ (ISL)। বর্তমানে সেই উত্তর খুঁজে চলেছেন দেশের সকল ফুটবলপ্রেমীরা। আগের বছর পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে টুর্নামেন্ট আয়োজিত হলেও এবার পরিস্থিতি একেবারেই আলাদা। এই বছরের চলতি মাসের শুরুতেই এফএসডিএলের সঙ্গে চুক্তি শেষ হয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের। স্বাভাবিকভাবেই এবার কার হাতে আসবে ইন্ডিয়ান সুপার লিগের দায়িত্ব সেই নিয়ে বহু তথ্য গত কয়েক সপ্তাহে উঠে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। কিন্তু ফলাফল কিছুই নেই।

পরবর্তীতে টুর্নামেন্ট আয়োজনকে ঘিরে নয়া পরিকল্পনা নেয় আইএসলের সিংহভাগ ক্লাবগুলি। গত কয়েকদিন আগেই স্বর ভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়ে দশ কোটির বিনিময়ে লিগ পরিচালনার কথা জানিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট সহ আরও একাধিক ফুটবল দল। যদিও শেষ পর্যন্ত তাতে সম্মতি দেয়নি ভারতীয় ফুটবল সংস্থা। যেটা কিছুটা হলেও আশাহত করেছিল সকলকে। তবে আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো স্পষ্ট হয়ে যাবে টুর্নামেন্টের ভবিষ্যত।‌ তবে মনে করা হচ্ছে সব ঠিকঠাক থাকলে নতুন বছরের ফেব্রুয়ারি থেকেই শুরু হতে পারে এই টুর্নামেন্ট।

   

তবে এখন ক্লাব ফুটবলের তেমন কিছু না থাকলেও নিজেদের ফিটনেস এর দিকে নজর রাখছেন প্রায় সকলেই। এবার নিজের সোশ্যাল সাইটে, জিম সেশনের একটি ভিডিও স্টোরিতে আপলোড করলেন অময় রানাওয়াত। বর্তমানে ডেভিড কাতলার কেরালা ব্লাস্টার্সের সঙ্গে যুক্ত রয়েছেন এই ভারতীয় রাইট ব্যাক। হিসাব অনুযায়ী দেখলে আগামী ২০৩০ পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি রয়েছে দক্ষিণের এই ফুটবল দলের। বলাবাহুল্য, গতবারের হতাশাজনক পারফরম্যান্সের পর এবার ভালো ফলাফল করার পরিকল্পনা ছিল কেরালার।

কিন্তু সুপার কাপের গ্রুপ পর্বে হাড্ডাহাড্ডি লড়াই করেও শেষ পর্যন্ত ছিটকে যেতে হয়েছিল। সেই নিয়ে যথেষ্ট হতা ছিলেন সমর্থকরা। আসন্ন টুর্নামেন্টে এখন সাফল্য পাওয়াই অন্যতম লক্ষ্য নোয়া সাদাউদের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন